কলকাতা : বহুদিন ধরে আটকে রয়েছে কাজ ? কিছুতেই কাটছে না বাধা ? বারবার তীরে এসেও তরী ডোবে ? ভাবছেন নির্ঘাৎ কোনও গ্রহের দোষ রয়েছে আপনার ভাগ্যে ? অসফল হলেও তো মানুষের মনে এমন অনেক ভাবনা আসে। তবে মঙ্গলবার এমন কিছু করতে পারেন, যাতে কেটে যেতে পারে কঠিন সময়। ঠিক দিশায় এগোতে পারে আপনার কাঙ্খিত কাজ।
মঙ্গলবার দিনটি হনুমানজির পুজোর বিশেষ দিন বলে বিবেচনা করা হয়। বজরংবলীর পুজোয় বিশেষ আয়োজন লাগে না। কয়েকটি ছোট ছোট আয়োজনেই সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে আপনার কাজ। বহুদিন ধরে যে বাধা আসছে , আপনার কাজে, তা কেটে যাবে। পাঁচটি পান নিতে হবে। তার উপর লাড্ডু রেখে নিবেদন করতে হবে। হনুমানজিকে অর্পণ করতে হবে। এতে করে হনুমানজির বিশেষ আশীর্বাদ পাবেন ভক্তরা। আপনার সমস্যাগুলি একটি কাগজে স্পষ্টভাবে লিখুন এবং সেগুলি হনুমান জি এবং ভগবান শ্রী রামের চরণে রাখুন। এরপর ৫১ বার রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এই রীতি মানলে যে কারও সমস্যার সমাধান হতে শুরু হবে।
এছাড়়াও মনে রাখতে হবে, মঙ্গলবার হনুমানজিকে গুড় নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। এতে করে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। ঈশ্বরকে নিবেদিত গুড় প্রসাদ হয়ে গেলে, তা গ্রহণ করা উচিত। তারপরই কোনো কাজে যান। মঙ্গলবার হনুমান জিকে আপনার সমস্যার কথা মনে মনে জানান। সমাধানের জন্য প্রার্থনা করুন। এরপর গরিব-দুঃখীকে সাহায্য করুন। এই রীতি মানলে আপনার সমস্যা দূর হবে।
মনে করা হয়, হনুমানজি সবার জীবনের কঠিন সমস্যা নিবারণ করেন। তিনি রামের ভক্ত। মনে রাখতে হবে যখনই হনুমানজীর পুজো করবেন, পাঠ করার আগে অবশ্যই রামের নাম পাঠ করুন। তারপর হনুমানজীর ধ্যান করতে হবে। হনুমান পুজো করলে হনুমান চালিশা ও বজরং বাণ পাঠ করতে পারলে ভাল। তা না-পারলেও একটি মন্ত্র জপ করতে পারা যায়। মন্ত্রটি হল- 'ওম হং হনুমতে নমঃ। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট'। হনুমানজীকে এক মনে ডাকলেও পরিবারের উপর আসা সব সঙ্কট দূর করে দেন।
আরও পড়ুন :