December 2024 Horoscope : ২০২৪ এর শেষেই চাকরির সুখবর, প্রশংসার ঝুলি পড়বে উপচে, অর্থেও ফুলে ফেঁপে উঠবে ৫ রাশি
গ্রহ নক্ষত্রের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ ডিসেম্বর। কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসটি কয়েকটি রাশির দারুণ কাটবে।
কলকাতা : বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা। ডিসেম্বর উৎসবের মাস। বড়দিনের মাস। খুশি মনে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার প্রস্তুতির মাস। আবার গ্রহ নক্ষত্রের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ ডিসেম্বর। কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসটি কয়েকটি রাশির দারুণ কাটবে।
কয়েকটি রাশির জাতকদের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহটি দারুণ কাটবে। প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। দীর্ঘদিন ধরে যেসব বিষয়ে ভুল করছিলেন, তা ঠিক পথে যাবে। পুরনো ভুল সংশোধন করতে পারবেন । এই সপ্তাহে আপনার ব্যয় বাড়তে পারে তবে আপনার কাজের অগ্রগতিও হবে। ব্যবসায় কিছু ভালো লাভ পেতে পারেন।
কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি শুভ। বিশেষত চলতি সপ্তাহটি বেশ ভাল। আপনার কাজের গতি বাড়বে। চারকি ক্ষেত্রে আপনার বিচারবুদ্ধি প্রশংসিত হবে। আপনি আপনার কাজ উপভোগ করবেন। কাজে ভাল ফলাফল পাবেন। ঊর্ধ্বতনের প্রশংসা পাবেন। এই সপ্তাহে ভাগ্য আপনার সহায় হবে। ব্যবসায় নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। খারাপ হবে না।
কন্যা রাশির জাতকহলে, দেখবেন, নতুন সপ্তাহটি রোমান্সে ভরপুর হবে। আপনি আপনার পার্টনারকে খুশি রাখতে কোন হয়ত নানারকম চেষ্টা করছেন। দেখবেন এবার আপনার চেষ্টা তাঁর নজরে পড়বে। ব্যবসা করলে একটু সাবধানে থাকবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে, তাঁরা তাদের পড়াশোনায় ভালো ফল পাবেন।
ডিসেম্বরের নতুন সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য চমৎকার হতে চলেছে। এই সপ্তাহে আপনি নতুন উচ্চতা স্পর্শ করতে পারেন। আপনার পরিবারে পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পাবে। কেউ কেউ সবকিছু নিয়ে ক্লান্ত বোধ করতে পারে।ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু নতুন উপায় চেষ্টা করবেন। সেগুলোও ভাল প্রমাণ হতে পারে।
মীন রাশির জাতকদের জন্যও নতুন সপ্তাহটি ভালো যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মীন রাশির জাতকরা সঙ্গীর কাছ থেকে খুশিক খবর পাবেন। আপনার পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে । আপনার কাজের প্রশংসা করা হবে। বসও আপনার সাথে খুশি থেকবেন। আপনি আপনার আয় বাড়ানোর জন্য একটি নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।