Horoscope:বুধে 'মঙ্গল' কোন রাশির জাতকদের? কী বলছে আপনার রাশিফল?
Ajker Rashifal:পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামীকাল, বুধবার, ১৩ মার্চ, ২০২৪। কেমন কাটবে আপনার দিন?
কলকাতা: পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামীকাল, বুধবার, ১৩ মার্চ, ২০২৪। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির কিছুটা দুর্বল অনুভব হওয়ার কথা। বাকি রাশিগুলির কেমন কাটবে দিনটি?
মেষ (Aries)- সার্বিক ভাবে দিনটি একটু সতর্ক হয়ে কাটাতে পারলে ভাল। যাঁরা সদ্য কাজে যোগ দিয়েছেন, তাঁরা বেশি ছুটি নেবেন না। ব্যবসায়ীদের যাঁরা কোনও ডিলের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, তাতে সাফল্য পেতে পারেন। তবে সার্বিক ভাবে কাজের ব্যাপারে সতর্ক থাকুন।
বৃষ ((Taurus) বাচ্চার জন্য কোনও অর্থ সঞ্চয় করে থাকলে, এই দিনে খরচ করতে হতে পারে। হয়তো তার লেখাপড়ার জন্যই খরচ হতে পারে। স্বাস্থ্য়ক্ষেত্রে কিছু সমস্যার আশঙ্কা থাকছে। স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। ডাক্তার দেখানোয় দেরি করবেন না।
মিথুন (Gemini)- যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন, তাঁরা এই দিনে বসেদের নেকনজরে পড়তে পারেন। বসেরা আপনাদের কাজে সন্তুষ্ট হয়ে পদোন্নতির সিদ্ধান্তও নিতে পারেন। ব্যবসায়ীদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। অংশীদারিত্বে কোনও ব্যবসা করলে এই বুধবার কোনও লেনদেন করবেন না।
কর্কট ( (Cancer)- হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সাবধান। অসুস্থ হলেই দেরি না করে ওষুধ খাওয়া জরুরি। অতিরিক্ত খাওয়াদাওয়া ও মদ্যপান থেকে দূরত্বে থাকাই ভাল। অল্পবয়সিরা যদি নতুন কোনও শিক্ষামূলক কোর্স বা কলেজে ভর্তি হতে চান, এদিন সফল হতে পারেন।
সিংহ (Leo)- যে জায়গায় আপনি কাজ করুন, তাতে আরও ধৈর্য দরকার। হয়তো এখনই সেই ধৈর্যের ফল টের পাবেন না, সময় লাগবে। হয়তো কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন। কিন্তু সেটি না ভেবে ধৈর্য ধরে কাজ করলে ঠিক ফল মিলবে। বাড়ির আশপাশে কোনও বিতণ্ডা শুরু হলে সেখান থেকে দূরে থাকুন।
কন্যা (Virgo)- সার্বিক ভাবে দিনটি ভাল কাটার কথা। যে কোনও কাজই উৎসাহ নিয়ে করবেন, স্বাস্থ্যও মোটের উপর ভাল থাকার সম্ভাবনা রয়েছে।
তুলা (Libra)- অফিসে যাতে সবদিক মসৃণ ভাবে চলে, সে জন্য আপনাকে কিছু পদক্ষেপ করতে হতে পারে । তবে বেতনবৃদ্ধির সম্ভাবনা থাকছে। ব্যবসায়ীরা কাজের পরিসর বাড়ানোর সুযোগ পেতে পারেন।তবে কোনও সিদ্ধান্তই তাড়াহুড়ো করে বা ঝোঁকের বশে নেবেন না।
বৃশ্চিক (Scorpio)- বাড়িতে কোনও ছোট বাচ্চা থাকলে তার দিকে এই বুধবার একটু বেশি করে খেয়াল রাখুন। সে যেন মাটি থেকে তুলে কোনও কিছু মুখে না দেয়। না হলে পেটের সমস্যার আশঙ্কা থাকছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে।
ধনু (Sagittarius) আপনি সঠিক হলেও কর্মক্ষেত্রে রাগ প্রকাশ করবেন না। বিশেষত ঊর্ধ্বতনের সঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর আচরণ মোটেও বাঞ্ছনীয় নয়। এতে আপনার সমস্যা বাড়তে পারে। চর্ম ব্যবসায়ীদের এই বুধবার বিশেষ ভাবে সতর্ক থাকা দরকার।
মকর (Capricorn)- মশলাদার খাবার খাবেন না। তা হলে ভয়ঙ্কর অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হতে পারে, এমনকি ডাক্তারের কাছেও যেতে হতে পারে। তাই সহজপাচ্য খাবার খাওয়া দরকার।
কুম্ভ (Aquarius)-- ভেবেচিন্তে কাজের জায়গায় এগোনো দরকার। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো দক্ষতার পরীক্ষা নিতে পারেন। তাই পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করুন। ব্যবসায়ীদের ছোটখাটো সফর করতে হতে পারে।
মীন (Pisces) - অল্পবয়সিদের জন্য লেখাপড়া এবং কনসালটেন্সির জন্য দারুণ সময়। তবে সার্বিক ভাবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা জরুরি মীন রাশির জাতক-জাতিকাদের। হাওয়া বদলের জেরে অসুস্থ হয়ে পড়তে পারেন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন:আজ দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ? বারবেলা-কালরাত্রি কখন ?