Daily Horoscope: শুক্রবার পেতে পারেন টাকা, পদোন্নতি হতে পারে এই রাশির
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল শুক্রবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৯ অগাস্ট। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কর্মক্ষেত্রে পরিশ্রম করলে কেরিয়ারে সাফল্য মিলবে। ঋণ সংক্রান্ত সমস্যা মিটে যাবে। প্রসাধনী সামগ্রীর ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন। স্ত্রীর সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা শুরু করার জন্য শুভ দিন। পরিবহণের ব্যবসায় প্রচুর লাভ। পড়ার দিকে আরও বেশি মন দিতে হবে। বৈবাহিক সম্পর্কে বাড়বে সমস্যা।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কর্মক্ষেত্রে আরও পোক্ত হবে জায়গা। বিনিয়োগ করার আগে সব শর্ত পড়ে নিন। গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও বেশি প্রস্তুতি নিতে হবে। পরিবারের বর্ষীয়ান সদস্যদের আশীর্বাদ পাবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আইনজীবীরা মামলা জিততে পারবেন। বাসনপত্রের ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক বিষয়ে শত্রুপক্ষের থেকে সাবধান। পড়াশোনায় আরও গতি আনতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): শিক্ষকদের দিনভর কাজে এনার্জি থাকবে। ড্রাই ফ্রুটের ব্যবসায়ীদের জন্য ভাল দিন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কোনও কোনও বিষয়ে পড়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে পড়ুয়াদের। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যাবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): অনলাইন ব্যবসায়ীরা বড় কোনও অর্ডার পেতে পারেন। নয়া চুক্তি লাভজনক হবে। আয় বাড়তে পারে। তবে ব্যয়ের উপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। কেরিয়ারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আদর্শ সময়। বৈবাহিক সম্পর্কের খুশি বজায় থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















