মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে শুক্রবার ? ব্যবসা কেমন চলতে পারে ? মেষ থেকে কন্যা রাশির ফল
Rashifal Today: মেষ রাশির ব্যস্ততায় কাটবে দিন। শুক্রবার বাকি পাঁচ রাশির কেমন কাটবে ? দেখে নেওয়া যাক মেষ থেকে কন্যা রাশির রাশিফল । (Horoscope Today 29 November 2024)
মেষ রাশির শুক্রবারের রাশিফল (Mesh Rashi Rashifal Tomorrow)
শুক্রবার টেনশনে কাটতে পারে মেষ রাশির জাতক-জাতিকাদের। নিজের পাশাপাশি অন্যের কাজ নিয়েও ব্যস্ত থাকবেন। দিনযাপনও ব্যস্ততায় কাটবে। অন্যের বিষয়ে ভেবেচিন্তে কথা বলবেন। কোনও মামলা আপনার জন্য মাথাব্যথা হয়ে দাঁড়াতে পারে। বাবা-মায়ের সেবার জন্য কিছু সময় অবশ্যই বের করবেন। যাতে মানসিক শান্তি পাবেন। আত্মবিশ্বাস ভরপুর থাকবে।
বৃষ রাশির শুক্রবারের রাশিফল (Brisha Rashi Rashifal Tomorrow)
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ হতে পারে, বিশেষ করে অনেকদিনের আটকে থাকা অমীমাংসিত অর্থ প্রাপ্তি হতে পারে। সম্পত্তি পেয়ে খুশিও থাকবেন। কারও কাছ থেকে কিছু ধার করে থাকলে অনেকটা পরিশোধ করতে পারেন। আপনার শ্বশুরবাড়ির কারও সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলা উচিত, নয়তো সম্পর্কে চিড় ধরতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে। কোনও সহকর্মীর বিষয়ে কোনও কিছু খারাপ লাগতে পারে।
মিথুন রাশির শুক্রবারের রাশিফল (Mithun Rashi Rashifal Tomorrow)
মিথুন রাশির জাতক-জাতিকারা শুক্রবার কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আরপনার সন্তান কোনও অসৎ সঙ্গের দিকে যেতে পারে, সেদিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। পড়াশোনায় পড়ুয়ারা কোনও সমস্যার সম্মুখীন হলে, তা নিয়ে চিন্তান্বিত হতে পারে তারা। আপনার ভাই বোন আপনার পাশে থাকবে। প্রেমিক-প্রেমিকারা সঙ্গীর কথা মেনে বড় বিনিয়োগ করতে পারেন।
কর্কট রাশির শুক্রবারের রাশিফল (Karkat Rashi Rashifal Tomorrow)
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রবার ইতিবাচক হতে পারে। আপনার মনে অন্য কারো প্রতি ঈর্ষার অনুভূতি থাকা উচিত নয়। পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনি কারো সঙ্গে চিন্তাশীল এবং গভীর কোনও বিষয় আলোচনা করতে পারেন। নতুন কোনও প্রতিপক্ষের মুখোমুখি হতে পারেন। ব্যবসায় কিছু উত্থান-পতনের পরে আপনার মন অস্থির থাকবে। আপনি যে লাভ করতে পারতেন, তা পাবেন না।
সিংহ রাশির শুক্রবারের রাশিফল (Singha Rashi Rashifal Tomorrow)
সিংহ রাশির জাতক-জাতিকারা শুক্রবার পরের উপকার করে সম্মানিত বোধ করবেন। নতুন কোনও প্রতিপক্ষ সামনে আসতে পারে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। পারিবারিক সম্পর্কের মধ্যে অভ্যন্তরীণ কলহ নিরসনের প্রয়োজন। আপনার পরিশ্রম ফল দেবে। কাউকে কিছু বলার আগে ভেবে বলবেন। সন্তানের স্বাস্থ্যের অবনতির কারণে চিন্তিত হতে পারেন। অন্য কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো তথ্য শেয়ার না করাই ভাল।
কন্যা রাশির শুক্রবারের রাশিফল (Kanya Rashi Rashifal Tomorrow)
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রবার মিশ্র ফল হওয়ার সম্ভাবনা। অতীতের কিছু ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সুখবর পেতে পারেন। কঠোর পরিশ্রমের উপরে বিশ্বাস রাখুন। পরিবারে চলমান সমস্যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। ঈশ্বরের কাজে মন দিন। পরিবারের সদস্যরাও এতে খুশি থাকবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে, সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
তথ্যসূত্র - এবিপি লাইভ