Astro Tips : আর্থিক সঙ্কট কেটে যাবে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে শুক্রবার এই কাজগুলি করুন
Maa Lakshmi : শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা ছাড়াও, কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
কলকাতা : শুক্রবার মা লক্ষ্মীকে (Maa Lakshmi) উৎসর্গ করা হয়। মাকে খুশি রাখতে ও তাঁর আশীর্বাদ (Bless) পেতে এই দিনে ভক্তরা উপবাস করে। এই দিনে মায়ের পুজো করা হয় পূর্ণ আচারের সঙ্গে। মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং যে তাঁর আশীর্বাদ পায় তার জীবনে কখনও সম্পদ এবং জাঁকজমকের অভাব হয় না। শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো ছাড়াও, কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এগুলি করলে কোনও ব্যক্তিকে কখনোই আর্থিক সঙ্কটে পড়তে হয় না। আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী সংক্রান্ত এই বিশেষ ব্যবস্থাগুলি।
শুক্রবার এই বিশেষ ব্যবস্থাগুলি করুন-
শুক্রবার লাল বা সাদা কাপড় পরা খুবই শুভ বলে মনে করা হয়। এর পরে, মা লক্ষ্মীকে তাঁর হাতে রুপোর আংটি পরিয়ে পুজো করুন। বিশ্বাস করা হয় যে, এটি মাকে খুশি করে এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
আরও পড়ুন ; বুধবার এই ৪টি কাজ করুন, গণেশের কৃপায় হবে উন্নতি
বিবাহিত জীবন এবং প্রেমের সম্পর্ক মজবুত করতে শুক্রবারের প্রতিকারগুলিও খুব কার্যকর বলে মনে করা হয়। এই দিনে স্বামী-স্ত্রীর নিয়ম করে মা লক্ষ্মীর পুজো করা উচিত। শুক্রবার গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মীও খুশি হন এবং আশীর্বাদ করেন।
শুক্রবার খাঁটি ঘি-র প্রদীপ জ্বালাতে হবে। এই দিনে তুলসী পুজো করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এই দিনে দেবী লক্ষ্মীর মন্দিরে গিয়ে তাঁকে লাল কাপড়, লাল বিন্দি, সিঁদুর, লাল সার্ডিন এবং লাল চুড়ি নিবেদন করলে মা শীঘ্রই প্রসন্ন হন।
এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় অবশ্যই শঙ্খ ও ঘণ্টা ব্যবহার করুন। এই দুটি জিনিসেই মা লক্ষ্মীর অধিবাস রয়েছে বলে বিশ্বাস করা হয়। শঙ্খ ও ঘণ্টা ব্যবহার করলে দেবী লক্ষ্মীর পুজো সফল হয় বলে মনে করা হয়।
শুক্রবার লক্ষ্মী নারায়ণ পাঠ করলেও মা লক্ষ্মী প্রসন্ন হন। পাঠের পর লক্ষ্মী নারায়ণকে ক্ষীর নিবেদন করুন। এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবন সম্পদে পরিপূর্ণ হয়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)