Guru Gochar 2025 : বৃহস্পতির স্থান বদলে ঝড়ের গতিতে ঘুরবে ভাগ্যের চাকা, তিন রাশির দেবেন হাত ভরিয়ে
কয়েকটি রাশি বিশেষ উপকৃত হবে। কয়েকটি রাশির উপর প্রচুর অর্থ বৃষ্টি হবে দেবগুরুর আশীর্বাদে ।

Guru Gochar 2025 : দেব গুরু বৃহস্পতি। এই গ্রহ খুবই শুভ। যে কোনও রাশিতে সাধারণত ১ বছর করে অবস্থান করেন দেবগুরু বৃহস্পতি । যেমন শনি প্রতি রাশিতে অবস্থান করেন আড়াই বছর মতো। তাই বৃহস্পতি কোনও রাশিতে পা রাখা মাত্রই তাক সুফল ভোগচলে ১ বছর ধরে। ২০২৫ সালে, বৃহস্পতি বুধের রাশিচক্র মিথুনে প্রবেশ করবে। এর ফলে কয়েকটি রাশি বিশেষ উপকৃত হবে। কয়েকটি রাশির উপর প্রচুর অর্থ বৃষ্টি হবে দেবগুরুর আশীর্বাদে ।
গ্রহগুলির মধ্যে বৃহস্পতির বিশেষ গুরুত্ব আছে। বৃহস্পতির গোচর তাই সব রাশির ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ। গুরুগ্রহ মানুষকে সৌভাগ্য, সুখ, সন্তানের সুস্বাস্থ্য দান করেন। তিনি শিক্ষা দেন। বৃহস্পতির কৃপায় একজন ব্যক্তি জীবনে সমস্ত সুখ লাভ করেন। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে।
মেষ রাশির জাতক জাতিকারাও বৃহস্পতির গোচরের সুবিধা পাবেন। নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাগ্য এই রাশির পাশেই থাকবে। অফিসে সিনিয়ররা আপনার কাজে খুশি হতে পারেন। পদোন্নতি হতে পারে।
বৃহস্পতি গ্রহ ১৪ মে, ভোর ২.৩০ মিনিটে বুধের রাশিচক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি গ্রহ এখানে ১৮ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এই বছর বৃহস্পতি গ্রহ দুই বার গোচর করবে। অর্থাৎ ২ বার রাশিচক্র পরিবর্তন করবে বৃহস্পতি।
বৃহস্পতি মিথুন রাশির লয় রাশিতে গমন করবে। এর মাধ্যমে মিথুন রাশির জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। এই রাশির জাতকরা সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। বিয়ের জন্য ভালো প্রস্তাব পেতে পারেন। অর্থ প্রবাহের পথ খুলে যাবে।
বৃহস্পতির গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও অনেক সুখ নিয়ে আসতে পারে। কঠোর পরিশ্রমের সুফল পাবেন হাতেনাতে। আর্থিক সুবিধা পাবেন যথেষ্ট। সম্পদ বৃদ্ধি হবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এই রাশির।
বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চম ঘরে গোচর করবে, এতে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। চাকরি খুঁজছেন এমন ব্যক্তিরা সাফল্য পাবেন। বেতনের সাথে সাথে পদটিও বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
