Guru Purnima Zodiac Signs: গুরু পূর্ণিমায় বিরল যোগ, ভাগ্যে চমক, বৃহস্পতির শুভ দৃষ্টিতে লক্ষ্মীলাভ এই রাশিদের
Guru Purnima Auspicious Time: ২১ জুলাই গুরু পূর্ণিমার যাবতীয় রীতিনীতি পালন করা হবে। কোন কোন রাশিতে লক্ষ্মীলাভ?
গুরু পূর্ণিমা ২০২৪: গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমা তিথিকে আদর্শ মানা হয়। পবিত্র এই দিনে উপোস করে মা লক্ষ্মীর আরাধনা করুন। বাড়িতে ঢোকার প্রধান দরজায় মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন। এতে দারুণ ফল পাওয়া যাবে বলে ধর্মীয় বিশ্বাস। ২১ জুলাই রবিবার গুরু পূর্ণিমার উত্সব পালিত হবে। আষাঢ় মাসের পূর্ণিমা তারিখ গুরু পূর্ণিমা নামে পরিচিত। পবিত্র এই তিথিতে মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মেছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। প্রাচীন কাল থেকেই গুরু পূর্ণিমায় শিক্ষকদের সম্মান জানানোর রীতি রয়েছে ভারতে।
গুরু পূর্ণিমায় গুরুদের পূজা করা হয়। শিষ্যরা তাদের গুরুর পূজা করে। গুরু মানে সেই মহাপুরুষ যিনি তাঁর শিষ্যদের আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষার মাধ্যমে পথ দেখান।
গুরু পূর্ণিমা ২০২৪-এর তিথি-
আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হবে ২০ জুলাই, শনিবার বিকেল ৫.৫৯ মিনিটে শুরু। ২১ জুলাই রবিবার বিকেল ৩.৪৬ মিনিটে শেষ হবে। এই কারণে ২১ জুলাই গুরু পূর্ণিমার যাবতীয় রীতিনীতি পালন করা হবে।
কোন কোন রাশিতে লক্ষ্মীলাভ?
ধনু রাশি- ধনু রাশির জাতকরা গুরু পূর্ণিমার দিনে দেব গুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে পারেন। ধনু রাশির অধিপতি বৃহস্পতি যিনি জ্ঞান ও শিক্ষার কারক। ধনু রাশির লোকেরা ২১ জুলাই গুরু দেব বৃহস্পতির আশীর্বাদ পাবে। আপনি যদি শিক্ষা সংক্রান্ত কোনও কাজ শুরু করতে চান তাহলে এই দিনটি আপনার জন্য খুবই শুভ।
মীন রাশি- মীন রাশির জাতকরাও গুরু পূর্ণিমার দিনে দেব গুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। এই রাশির অধিপতি বৃহস্পতি, যিনি জ্ঞান ও শিক্ষার কারক। এই দিনে, যদি আপনার সন্তানের রাশি মীন হয়, তাহলে এই দিনে বেশ কিছু উপকার পেতে চলেছেন। এই দিনে গুরু এবং পুরোহিতদের আশীর্বাদ পেতে পারেন। আপনি এই দিনে কিছু নতুন কাজ শুরু করতে পারেন, দিনটি আপনার জন্য খুব শুভ হবে।
আরও পড়ুন, গুরু পূর্ণিমায় ভাগ্যে লক্ষ্মীযোগ! ৩ রাশির কপালে চরম উন্নতি, হাতের মুঠোয় থাকবে টাকা
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে