Daily Astrology:তর্কে জড়ালে বড় বিপদ, মিটবে আর্থিক অনটন; কেমন কাটবে আপনার দিন?
Horoscope Today : মেষ থেকে তুলা, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): স্বাস্থ্য বিগড়ে যেতে পারে। খাওয়াদাওয়ার দিকে নজর দিতে হবে। রাজনীতিতে ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও ভুলের কারণে, মনে ভয় থাকবে। ভাইবোনদের কাছ থেকে কোনও সাহায্য চাইলে খুব সহজেই পাবেন। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে। শত্রুদের ভয় পাওয়ার দরকার নেই। পরিবারের কোনও সদস্যের অবসরের কারণে, অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। নতুন কাজ শুরু করা করতে পারেন। রুটিনে কিছু পরিবর্তন করতে হবে। বাকি থাকা কাজ শেষ হবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): সতর্ক থাকতে হবে। কোনও ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়বেন না। অন্যথায় সমস্যা হতে পারে। ঘর সংস্কারের কথাও ভাবতে পারেন। প্রচুর অর্থ ব্যয় হবে। কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিবাদের অবসান ঘটবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): অর্থ সম্পর্কিত চিন্তা মিটবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। কাউকে প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে পারবেন। জীবনে নতুন কেউ আসতে পারে। পড়াশোনায় মন বসবে না।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): অত্যন্ত উৎসাহের সাথে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। ভেবেচিন্তে অন্যদের সাহায্য করা উচিত। কাউকে টাকা ধার দিলে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনও আইনি বিষয়ে আপনার অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের প্রয়োজন হবে। ব্যবসায়ীদের খারাপ দিন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সম্পত্তির ভাগ পাবেন। বিনিয়োগের জন্য ভাল দিন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। কোনও অমীমাংসিত কাজ সময়মতো সম্পন্ন হবে। কোনও পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















