Love and Relationship Prediction: পুরনো সঙ্গী জীবনে ফিরবে কোন রাশির, কার প্রেমে বিচ্ছেদ-যোগ
Horoscope for June 16, 2022 : পার্টনারের সঙ্গে কেমন কাটবে দিন, জানুন আজকের রাশিফল।
মেষ : আজ আর্থিক লাভ হতে পারে। সম্পর্কে হাঁসফাঁস করছেন ? বেরিয়ে আসার ইচ্ছে হতে পারে। বিরতি নিতে চাইলে পার্টনারকে সে-কথা জানান। সময় নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে পারেন।
মিথুন: আপনার কাছাকাছি থাকা মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন। বা আপনি যাকে কাছে পেতে চাইছেন তাঁকেও আজ জানাতে পারেন সে-কথা। হয়ত বাস্তবেও ফলে যেতে পারে সেই স্বপ্ন।
কর্কট : আপনার সম্পর্ককে আরও মজবুদ করে তুলুন। আজ একটি ভাল সুযোগ। আজ আবেগ প্রকাশ করতে পারেন। আপনার সম্পর্ককে সময় দিন। ভাল থাকবেন, অন্যকেও ভালরাখবেন।
সিংহ: আপনার সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটান। শান্তিপূর্ণ সান্নিধ্য উপভোগ করতে পারেন। কাছাকাছিই কোথাও ডেটে যান। আপনার দুজনের মধ্যে দূরত্ব মোছার চেষ্টা করুন।
কন্যা: দিনটি শান্তিতেই কাটবে। আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে সময় কাটান। সময়ের সদ্ব্যবহার করা উচিত। কাছের মানুষকে আজ কাছছাড়া করবেন না।
তুলা: আজ, আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে বেশ কিছু আবেগপূর্ণ মুহূর্ত আসবে। আপনি হয়ত একটু দুঃসাহসিক হতে চাইবেন। আপনার ভালবাসার মানুষ আজ কিছু চাইতে পারেন। দিতে দ্বিধা করবেন না।
বৃশ্চিক: চাইছেন সঙ্গীর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করতে ? তাহলে তাঁকে সে-কথা স্পষ্টভাবেই জানান। বুঝে নিন তিনি কী চাইছেন। যাচাই করে দেখুন আপনি কাছের মানুষটির কাছে কতটা গুরুত্বপূর্ণ।
ধনু: আপনার সঙ্গী যদি সম্পর্কের থেকে অন্যরকম কিছু আশা করেন, যা আপনি চাইছেন না, তাহলে তা লুকোবেন না। স্পষ্ট করে তাঁকে জানান। আপনার কাছে আপনার প্রিয়জনের আকাঙ্খা কী, বুঝে নিন। একসঙ্গে আপনার ভবিষ্যত নিয়ে আলোচনা করুন।
মকর : আপনার সঙ্গী গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কে আপনার মতামতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তবে নিজের মতকে গুরুত্ব দিন। বদলে ফেলবেন না।
কুম্ভ: আপনার প্রেমের জীবনে আজ কিছুক্ষণের জন্য উত্তেজনা পূর্ণ হবে। তবে তা বেশি দিন স্থায়ী হবে না।হালকা ফ্লার্ট থেকে আরও কাছাকাছি চলে আসতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ রোম্যান্টিসিজম আসতে পারে।
মীন: প্রিয়জনের সঙ্গে পুরনো অশান্তি মিটবে। আবেগ ও আদরে ভাসার দিন। জীবনে প্রচুর আনন্দ অপেক্ষা করছে। হাসিখুশ দিন কাটবে পার্টনারের সঙ্গে। প্রেমিকা বা প্রেমিককে আবারও মুখ ফুটে বলুন যে আপনি তাদের কতটা ভালবাসেন।