Daily Astrology: আইনি ঝামেলার আশঙ্কা, সহকর্মীর থেকে সতর্ক থাকুন শুক্রবার, কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।
![Daily Astrology: আইনি ঝামেলার আশঙ্কা, সহকর্মীর থেকে সতর্ক থাকুন শুক্রবার, কী বলছে আপনার রাশিফল? Horoscope Kalker Rashiphal 1 November 2024 Daily Astrology Prediction Aries to Virgo Daily Astrology: আইনি ঝামেলার আশঙ্কা, সহকর্মীর থেকে সতর্ক থাকুন শুক্রবার, কী বলছে আপনার রাশিফল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/31/ebf8c30b8f46c52518e95457a425ba63173039360150251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামীকাল ১ নভেম্বর, শুক্রবার। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): দিনভর থাকবে চরম ব্যস্ততা। বেশ কিছু কাজ অসম্পূর্ণ থাকবে। আইনি ঝামেলায় পড়বেন। কর্মক্ষেত্রে শত্রুপক্ষের চক্রান্তের শিকার হবেন। তাই বেশি সতর্ক হতে হবে। টাকা পয়সার কারণে কোনও কাজ আটকে গেলে তা শেষ হয়ে যাবে। নতুন চাকরি পেতে পারেন।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে লাভ পাবেন। আপনার পরামর্শ কর্মক্ষেত্রে গ্রহণ করা হবে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। কাজের ক্ষেত্রে আরও বেশি পরিকল্পনা করতে হবে।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): নতুন কাজে আগ্রহ বাড়বে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়া নিয়ে দুশ্চিন্তা হতে পারে। তবে তা শেষ করতে পারবেন। গাড়ি কিনতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ব্যয়ের বিষয়ে সতর্ক হতে হবে। আপনাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারেন বাবা-মা। বড়দের পরামর্শ শুনে চলতে হবে। পরিবারের কোনও সদস্যের থেকে খারাপ খবর পেতে পারেন। বাড়িতে কোনও বন্ধু আসতে পারেন। সঙ্গীর কথায় অনুপ্রাণিত হতে পারেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): দিনভর কাটবে মজায়। সম্পত্তি পেতে পারেন। উন্নতিতে বাধা থাকলে তা কেটে যাবে। আপনার মাথায় কী চলছে তা ভাগ করে নিতে পারেন সহকর্মীর সঙ্গে। টাকা পয়সার লেনদেন নিয়ে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। ব্যবসায় কোনও পরিবর্তনের আগে দুবার ভাবুন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): বাকি থাকা কাজ শেষ হবে। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের সতর্ক হতে হবে। কাজের প্রয়োজনে কোথাও যেতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। না হলে অন্যের বিরাগভাজনের কারণ হবেন। অপ্রয়োজনীয় জিনিসে পয়সা নষ্ট হবে। শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)