Daily Astrology: বাড়বে অস্থিরতা, সপ্তাহের প্রথম দিনই হাতে টাকা আসবে এই রাশির
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, সোমবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): স্বাভাবিকভাবে কাটবে দিন। স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। সাবধানে যানবাহন ব্যবহার করুন। বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। ব্যবসায় লাভ হবে। পরিবারের সবার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): দিনভর থাকবে ব্যস্ততা। মন অস্থির থাকতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যবসায় সাবধানে সিদ্ধান্ত নিন। কোনও বড় কাজ হাতছাড়া হতে পারে। পরিবারে কারও বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): দিন কাটবে ভাল। সপ্তাহের প্রথম দিন কিছু পুরনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। মনে আনন্দ থাকবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। স্বাস্থ্যের উত্থান-পতন হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ধর্মীয় ভ্রমণে যেতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ভালভাবে কাটবে দিন। কাজে সাফল্য আসবে। স্বাস্থ্য ভাল থাকবে। অংশীদারিত্বের মাধ্যমে বড় ব্যবসায়িক কাজ শুরু করতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): সপ্তাহের প্রথম দিন কোনও সুসংবাদ শুনকে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারে শুভ অনুষ্ঠান হবে। পারস্পরিক মতবিরোধের সমাধান হবে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় চুক্তি চূড়ান্ত হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সোমবার উত্থান-পতনে ভরা থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আদালতের মামলায় পরাজয়ের মুখোমুখি হতে হতে পারে। শত্রুপক্ষের থেকে সাবধান থাকুন। ব্যবসায় বড় ঝুঁকি নেবেন না। ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে বিতর্কের পরিস্থিতি থাকলে শান্ত থাকুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















