Daily Astrology: চাকরি পাওয়ার সম্ভাবনা, আইনি বিষয়ে ঝামেলার আশঙ্কা বুঝবার; কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, মঙ্গলবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল বুধবার ২৬ ফেব্রুয়ারি। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): চাকরি পেতে পারেন। সামাজিক কাজের সুযোগ পাবেন। কারও সঙ্গে তর্কে জড়াতে পারেন। মন খারাপের দিন। সরকারি চাকরির প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যাঁরা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত তাঁদের কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): কর্মসংস্থানের সন্ধানে এখানে-সেখানে ঘুরে বেড়ালে খুশির খবর রয়েছে বুধবার। অন্যের বিষয়ে বেশি কথা বলবেন না। আত্মনির্ভরশীল হতে হবে। কাজের উপর আস্থা রাখতে হবে। কাজ সময়মতো শেষ করতে হবে। মজার দিন হতে পারে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনলাইনে কেনাকাটা করে ক্ষতি হতে পারে। ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাকবিতণ্ডায় জড়াবেন। পরিবারের কোনও সদস্যের থেকে হতাশাজনক খবর পেতে পারেন। কোনও জিনিস হারিয়ে গেলে তা খুঁজে পাবেন। স্ত্রীর জন্য উপহার আনতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): পদোন্নতি হতে পারে। বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। ভ্রমণে যাওয়ার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। চুরির আশঙ্কা রয়েছে। কোনও কাজের জন্য পরিবারের সদস্যের সাহায্য নিতে হবে। আইনি বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। রাজনৈতিক কাজে যাঁরা যুক্ত তাঁদের বিরোধীদের কৌশল বুঝতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সমস্যাগুলি নিয়ে কথা বলতে পারেন। বসে বসে সময় ব্যয় করতে হবে না। আর্থিক অবস্থা আরও ভাল হবে। বিনিয়োগ পরিকল্পনা করতে হবে। জীবনে বড় পরিবর্তন হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। ভাল ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): সততার সঙ্গে কাজ করতে হবে। কাজে গতি আসবে। সহকর্মীরা পূর্ণ সমর্থন করবেন। স্ত্রীর পদোন্নতিতে মন খুশি থাকবে। ভ্রমণে যেতে পারেন। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন। হারানো টাকা ফেরত পেতে পারেন। সন্তানের চাকরির সাফল্যের সম্ভাবনা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















