Daily Astrology: কাজে বাধার আশঙ্কা, তর্কে জড়ালে বিপদ; কেমন কাটবে শুক্রবার?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): ব্যস্ততায় কাটবে দিন। কাজ নিয়ে চিন্তিত হতে পারেন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অতীতের কাজের ফলাফল পাবেন। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আয়ও বৃদ্ধি পাবে। অফিসে একটু সাবধান থাকুন। কাজে মনোনিবেশ করুন। কারও সঙ্গে তর্ক করবেন না।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): অনুকূল দিন হবে। ভবিষ্যতে বড় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। মন ভাল থাকবে। খুব হালকা বোধ করবেন। প্রিয়জন তাঁর হৃদয়ের গোপন কথা বলবেন। বৈবাহিক জীবন সুখের হবে। স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ব্যস্ততায় কাটবে দিন। মানসিক চাপের কারণে আপনি খুব বিরক্ত থাকবেন। স্বাস্থ্যও কিছুটা দুর্বল হতে পারে। কাজের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আয় খুব ভালো হবে। বিকল্প পথ খুলতে পারে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): দুর্বল বোধ করতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন হতে চলেছে। সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়াতে হবে। প্রেমে সম্পর্কের জন্য খুব ভাল সময়। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কাজের ক্ষেত্রে আরও বেশি মন দিতে হবে। পরামর্শ গ্রহণ করে কাজ শেষ করতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): জীবনের বিভ্রান্তি দূর হবে। আয় বৃদ্ধি পাবে। কাজে সাফল্য পাবেন। পরিবারের উন্নতির জন্য করা প্রচেষ্টা সফল হবে। সমাজে সম্মান পাবেন। ধর্মীয় কাজে অবদান রাখার জন্য পুরস্কৃতও করা হতে পারে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): গুরুত্বপূর্ণ কাজে বাধার কারণে আপনি খুব অস্বস্তি বোধ করবেন। মানসিক উদ্বেগও বাড়িয়ে তুলবে। স্ত্রীর দিকে খেয়াল রাখুন। কারও সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















