Daily Astrology: ব্যয়ের আশঙ্কা বাড়বে, কর্মক্ষেত্রে নতুন সমস্যা, কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, সোমবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।
কলকাতা: আগামীকাল ১৬ ডিসেম্বর। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): দুর্বলতায় কাটবে দিন। কাজের ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কাজের চাপ বাড়তে পারে। টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। কোনও বন্ধুর সঙ্গে দেখা না হওয়ায় মনখারাপ। বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): উন্নতির পথ সহজ হবে। কাজের বিষয়ে সহকর্মীদের থেকে সাহায্য পেতে পারেন। তাতে সহজেই তা পাবেন। চাকরি পরিবর্তনের ভাবনা থাকলে তা করতে পারবেন। মায়ের রাগের কারণ হতে পারেন। কোনও কাজ সময়ের মধ্যে শেষ না হলে দুশ্চিন্তা বাড়বে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): উত্থান-পতন থাকবে দিনভর। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। টাকা পয়সা ব্যয়ের আশঙ্কা রয়েছে। কাউকে কথা দেওয়ার আগে ভেবেচিন্তে বলতে হবে। পারিবারিক অশান্তি কথা বলে সমাধান করতে হবে। রাজনীতির সঙ্গে যুক্তরা নতুন পরিচিতি পাবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): উন্নতির পথ খুলবে। স্কলারশিপ পেতে পারে সন্তান। সরকারি চাকরির প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁদের জন্য ভাল দিন। কারও টাকা ধার নিলে তা ফেরত দিতে হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। কাজে আরও বেশি মনোযোগ দিতে হবে। কারও বিষয়ে নাক গলাবেন না। নাহলে ঝামেলা হতে পারে। বিনিয়োগে মন দিন। বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে পুরষ্কৃত হতে পারেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): শারীরিক দুর্বলতা বাড়বে। কাজ শেষ করা নিয়ে সমস্যা বাড়বে। আশেপাশে থাকা ঈর্ষান্বিত এবং ঝগড়াটে লোকদের থেকে সাবধান থাকতে হবে। বাড়িতে পুজোর আয়োজন করতে হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।