Horoscope Today, November 29, 2022: মঙ্গলে কোন রাশির মঙ্গল ? কার সামনে কঠিন চ্যালেঞ্জ ? রাশিফল বলছে এমনটাই
কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।
বৃষ - লেনদেনের বিষয়ে সতর্ক হন। আসছে ভ্রমণের সুযোগ। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।অপ্রিয় সত্যি বলতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । বহুদিনের আটকে থাকা কাজ আজ সফল হবে।বন্ধুদের সঙ্গে বুঝে ব্যবহার করুন।
মিথুন - পড়ুয়াদের জন্য নতুন পথ খুলবে। ঘুরতে যাওয়ার প্ল্য়ান সফল হবে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে ।
কর্কট - পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। বন্ধুদের ব্যবহারে আঘাত পেতে পারেন।জমি কেনার আগে চিন্তা ভাবনা করুন। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আসছে। কাজের জায়গায় উন্নতি।বাইরে বেরোলে একটু সাবধানে চলাফেরা করুন।
সিংহ - অর্থ-বিনিয়োগ থেকে লাভ হবে। অর্থ উপার্জন মসৃণ হবে। ব্যবসায় চ্যালেঞ্জের মুখে পড়বেন। উতরোতে পারলেই আপনার আয়ে স্থিতিশীলতা আসতেও পারে। পাওনা আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে।
কন্যা - আপাতত বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার কাজে মনোনিবেশ করুন। আপনি শক্ত থাকবেন। যাঁরা এখনও অবিবাহিত তাঁদের কারো সাথে সম্পর্ক করার জন্য তাড়াহুড়ো করা ঠিক হবে না ।
তুলা - আপনার রাশিতে চন্দ্র অবস্থান করবে, যার কারণে বুদ্ধির বিকাশ হবে। ব্যবসায় বাধা কিছুটা দূর হবে। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং সাফল্য অর্জনে সহায়তা করবে।
বৃশ্চিক - কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করা আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে। যে কোন কাজ সম্পন্ন করতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আপনার পরিশ্রম শীঘ্রই ফল পাবে।
ধনু - অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। সকালের সময়টি কিছুটা কঠিন হবে, তবে বিকেলের সময়টি আপনার অনুকূলে থাকায় আপনি আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করতে সক্ষম হবেন।
মকর -ধৈর্য্য ধরে কাজ করুন। প্রত্যাশার থেকেও সময়টা বেশি অনুকূলে থাকবে ছাত্রদের। তারা সেরাটা দিতে পারবে। ফলে, উপযুক্ত ফলও পাবেন। এই সময়ে আত্মবিশ্বাসী থাকবেন। সব সমস্যা কাটিয়ে উঠবেন।
কুম্ভ : যাঁদের নিজস্ব ব্যবসা, তাঁরা আয়ের নতুন উৎস সন্ধান করতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করতে পারেন। চলতি সপ্তাহে মতপার্থক্যের জেরে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
মীন : শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে চামড়া ও পুষ্টিগত সমস্যা। তাই সুষম খাবার খান। ধ্যান করুন। গুজবে কান দেবেন না। হাতে থাকা কাজে নজর দিন। ছোটখাট বিষয়েও চিন্তা করে কথা বলুন।