Daily Astrology: স্বাস্থ্য নিয়ে চিন্তা? আর্থিক টানাটানি? আজকের দিন কেমন কাটবে?
Horoscope Today:কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন
কলকাতা: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন (Astrology)
মেষ- এদিন মন খুশি থাকবে। আড্ডা মারুন কিন্তু কথায় নিয়ন্ত্রণ রাখুন। বেশি কথা বলা এড়াতে পারলে আখেরে ভাল হবে। বিনোদনের জন্য সময় ব্যয় করতে পারেন। কাজ নিয়ে এদিন কোনও বড়সড় সিদ্ধান্ত না নিলেই ভাল।
বৃষ- পুরনো কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। তাতে আপনার বিশেষ সুবিধা হবে। কোনও কারও টাকা ধার করলে সেই ঋণ শোধ করতে সমস্যা হতে পারে। ধার নেওয়া এড়িয়ে চলুন। অফিসে কারও সঙ্গে তর্ক হতে পারে, মাথা ঠান্ডা রাখুন।
মিথুন-সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা সমাধান করতে গেলে একটু অপেক্ষা করুন। এদিন আপনার কাজ নাও হতে পারে। সন্তান ও স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের বয়স্ক সদস্যের সময় দিতে হবে।
কর্কট- আটকে থাকা কাজ চটজলদি শেষ হয়ে যাবে। সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে, লেখাপড়া নিয়ে কোনওরকম চিন্তা হতে পারে। ব্যবসায়ীদের জন্য এদিন ভাল যাবে।
সিংহ- নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য় ভাল দিন। ব্যবসা থেকে থাকলে এদিন ভাল লাভের মুখ দেখতে পারবেন। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাবধানে থাকুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
কন্যা- স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। পেট সংক্রান্ত কোনও সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বা কাজের ধরনে আপাতত পরিবর্তন না করাই ভাল। মনে কোনও দ্বিধা থাকলে মাথা ঠান্ডা করে কাজ করুন। নতুন চাকরির খোঁজে থাকলে তা পেতে পারেন।
তুলা- এদিন অন্যকে সাহায্য করতে পারেন আপনি। যা আপনার মনে তৃপ্তিও আনবে। কোনওরকম আধ্যাত্মিক কর্মসূচিতে ব্যস্ত থাকতে পারেন আপনি। আর্থিক অবস্থা ভাল থাকবে আপনার। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
বৃশ্চিক- দিনটি ভাল যেতে পারে। নিজের বা পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যকে অবহেলা করবেন না, আগাগোড়া খেয়াল রাখুন। জীবনসঙ্গীর মনোবল বৃদ্ধির জন্য মানসিক ভাবে পাশে থাকুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আটকে থাকা টাকা হাতে আসতে পারে।
ধনু- কঠোর পরিশ্রমের কারণে আপনার কর্মজীবন সফল হতে পারে। মন ভাল থাকবে, আত্মবিশ্বাস মজবুত থাকবে। কোনওরকম বিতর্কে জড়াবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন।
মকর- এদিন নানা কারণে মানসিক চাপে থাকতে পারেন। পরিবারের কোনও সদস্যের পরামর্শে উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীরা বড়সড় কোনও অর্ডার পেতে পারেন। চাকরিতে কোনও সমস্যার কারণে আর্থিক সংকট হলেও হতে পারে, তবে তা দ্রুত কেটে যাবে।
কুম্ভ- পরিবারে ও সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আছে। ব্যবসায় সতর্ক নজর রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয় সমস্যা তৈরি করতে পারে। সঙ্গীর সঙ্গে মতানৈক্য থাকতে পারে তবে সম্পর্কে কোনও আঁচ পড়বে না।
মীন- কোনও কাজ শেষ হওয়ার জন্য মনে আনন্দ থাকবে। সম্পত্তি বা অর্থ সংক্রান্ত কোনও সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে। জীবনে হঠাৎ বড় কোনও আর্থিক লাভ হতে পারে। সেই কারণে বাড়ির পরিবেশও ভাল থাকবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: রাশিতেই ত্রুটি! সেই কারণেই এই জাতকদের টাকা থাকে না ব্যাঙ্কে!