June Astrology : জুনেই পৌঁছবেন লক্ষ্যে, উঠবে সাফল্যের ঢেউ, সামনে অনেক সুযোগ, কোন ২ রাশির খুলছে কপাল?
গ্রহগুলি তাদের নিজ নিজ স্বভাব এবং জন্মকুণ্ডলীতে অবস্থানের উপর ভিত্তি করে শুভ ও অশুভ ফল দান করে। জুন মাসে মঙ্গলের গোচর কোন কোন রাশির জন্য লাভজনক হবে, আসুন জেনে নিই।

জ্যোতিষশাস্ত্র মতে, জুন মাসে বেশ কয়েকটি গ্রহের গোচর রয়েছে। এর সূচনা হবে মঙ্গলের রাশি পরিবর্তন দিয়ে। গ্রহ সেনাপতি মঙ্গল সাহস, পরাক্রম, শক্তি, ভূমি, রক্ত, ভাই, যুদ্ধ, সেনা এবং ভাইয়ের কারক। যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভ অবস্থায় আছে, তারা স্বভাবতই নির্ভীক, সাহসী, পরাক্রমশালী হয়। অন্যদিকে, যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল অশুভ অবস্থায় আছে, তাদের জীবনে নানা ধরনের কষ্ট আসে। গ্রহগুলি তাদের নিজ নিজ স্বভাব এবং জন্মকুণ্ডলীতে অবস্থানের উপর ভিত্তি করে শুভ ও অশুভ ফল দান করে। জুন মাসে মঙ্গলের গোচর কোন কোন রাশির জন্য লাভজনক হবে, আসুন জেনে নিই।
মঙ্গল গোচর ২০২৫ কবে?
পঞ্জিকা মতে, মঙ্গল ৭ জুন সকাল ১ টা ৩৩ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে। সে ২৮ জুলাই পর্যন্ত সেই রাশিতেই অবস্থান করবে। সেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করছে। এই পরিস্থিতি কিছু রাশির জন্য শুভ, আবার কিছু রাশির জন্য অশুভ প্রভাব ফেলে।
জুন মাসে মঙ্গল গোচর কোন কোন রাশিকে লাভ দেবে
কন্যা রাশি - মঙ্গল সূর্যের রাশি সিংহে প্রবেশ করা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হবে। ব্যবসার সমস্যাগুলি কমে আসবে। নিজের লক্ষ্য পূরণে সফল হবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। বেতন বৃদ্ধির যোগ আছে, চাকরিতেও উচ্চপদস্থ কাজ পেতে পারেন, যার ফলে আয় বৃদ্ধি হবে।
তুলা রাশি - কর্মজীবনে উন্নতির জন্য মঙ্গলের গোচর বিশেষ লাভ দায়ক হতে পারে। কঠোর পরিশ্রমের শুভ ফল দেখতে পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পুরোনো রোগ সেরে যেতে পারে। বিশেষ করে, ব্যবসা নিয়ে চলমান চুক্তিটিও মঙ্গলের প্রভাবে সফল হবে। সম্পর্কে মধুরতা, বিশ্বাস এবং প্রেমের বৃদ্ধি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















