Brihaspati Effect: বৃহস্পতির প্রিয় এই ৪ রাশি, সব সঙ্কট কাটিয়ে সাফল্যের পথ দেখান দেবগুরু
Zodiac Signs Of Jupiter: এই রাশির জাতকদের ওপর সর্বদা বৃহস্পতির কৃপা থাকে। সমস্ত পরিস্থিতিতে সাফল্য লাভ করেন এঁরা
কলকাতা: জ্যোতিষ শাস্ত্রে উল্লিখিত ১২ রাশির মধ্যে চার রাশির জাতকরা দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয়। এই রাশির জাতকদের ওপর সর্বদা বৃহস্পতির কৃপা থাকে। সমস্ত পরিস্থিতিতে সাফল্য লাভ করেন এঁরা, পাশাপাশি কোনও সংকটে জড়ালে স্বয়ং বৃহস্পতি এঁদের রক্ষা করেন। কোন কোন রাশি বৃহস্পতির প্রিয় জেনে নেওয়া যাক।
বৈদিক জ্যোতিষে বৃহস্পতিকে শুভ গ্রহ মনে করা হয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী শিবের কঠোর সাধনা করে দেবগুরুর পদ লাভ করেছিলেন বৃহস্পতি। এর পাশাপাশি শিব তাঁকে নবগ্রহে স্থাপন করেছিলেন। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা, জ্ঞান, ধন, সমৃদ্ধি, ভাগ্য, বিবাহ, সন্তান ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। মনে করা হয় তাঁর আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।
সিংহ রাশি- সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকদের ওপরও বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকে এই রাশির জাতকরা। এমনকি নিজের লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন এঁরা। সিংহ জাতকরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন। পাশাপাশি নানান অভিজ্ঞতাও অর্জন করে থাকেন।
ধনু রাশি- ধনু রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এঁরা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন। এঁদের আত্মবিশ্বাস খুব বেশি। দেবগুরুর কৃপায় এঁদের অসফল হতে চলা কাজও সফল হয়। এই রাশির জাতকরা পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন। সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু তাঁদের রক্ষা করেন।
আরও পড়ুন, নতুন বছরে কেরিয়ারে বিরাট লাফ, পদোন্নতির সম্ভাবনা, সারা বছর হাতে টাকা এই ৪ রাশির
কর্কট রাশি- দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আনন্দে জীবনযাপন করেন কর্কট রাশির জাতকরা। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গোচর করে, তখনই এই রাশির জাতকদের ধনলাভ হয়। দেবগুরুর আশীর্বাদে সর্বদা সৌভাগ্যময় জীবনযাপন করেন এই রাশির জাতকরা। শিক্ষা, সমাজসেবা ও কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই জাতকরা।
মীন রাশি- বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মীন। সর্বদা মীন রাশির জাতকদের রক্ষা করেন দেবগুরু। এই রাশির জাতকরা দয়ালু ও সহানুভূতিশীল হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এই জাতকদের জীবন সুখে কাটে। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে গভীর রুচি থাকে এই জাতকদের। এই রাশির জাতকরা সহনশীল স্বভাবের হয়ে থাকেন। ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু এই জাতকদের বিশেষ পছন্দ করেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে