রাশি কুম্ভ : ২০২৬- এর মূল মন্ত্র কোনটি ? কী করলে উপকার নতুন বছরে, জানাচ্ছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা
Kumbha Rashi - কেমন যাবে স্বাস্থ্য ? সম্পর্ক ও পরিবারে কী করলে শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কোন টিপস নতুন বছরে ?

কলকাতা : ২০২৬ কেমন কাটবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ? বিশিষ্ট জ্যোতিষী অ্যাস্ট্রো শর্মিষ্ঠা জানাচ্ছেন, নতুন বছরে কুম্ভ রাশির হাইলাইট হল - আপগ্রেড। তা সে দৈনন্দিন কাজই হোক। বা পরবর্তী লক্ষ্যের উদ্দেশে নিজের চলাফেরা। সবক্ষেত্রেই উন্নীতকরণ নতুন বছরে জরুরি। ২০২৬-এর প্রধান মন্ত্র হতে হবে আপগ্রেডেশন। আর তেমন কোনও বিকল্প থাকবে না। ব্যবসা থেকে চাকরি। যে কোনও পেশায় দক্ষতা থেকে অন্যান্য ছোট ছোট জিনিস - টিকে থাকতে নিজেকে আপগ্রেড করাটা খুব জরুরি।
অ্যাস্ট্রো শর্মিষ্ঠা জানাচ্ছেন, রাহু যখন শতভিষা আর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে ট্রানজ়িট করবে, তখন আপগ্রেডেশন খুবই জরুরি। শতভিষা নক্ষত্র নতুন নতুন কাজে আপগ্রেডেশনের ব্যাপারে ইঙ্গিত দেয়। যা ২০২৫ সালেই হওয়া দরকার ছিল। তবে না হয়ে থাকলে, ছোট ছোট করে হলেও নিজেকে উন্নীতকরণ করতে জোর দিন।
আপনার রাশির মালিক শনি। দ্বিতীয় ঘরে অবস্থান। অতএব, আর্থিক অবস্থার কথা বলতে গেলে, কখন কোথায় সঞ্চয় করবেন, সেটার দিকে নজর দিতে হবে। দীর্ঘমেয়াদি সঞ্চয়ের কথা ভাবতে হবে। সেক্ষেত্রে SIP বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ব্যাপারে নজর দিতে পারেন।
কেমন যাবে স্বাস্থ্য ?
এছাড়াও শনির অবস্থান যখন দ্বিতীয় ঘরে রয়েছে, স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে নতুন বছরে - বাসি খাবার, ঠাণ্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে মোটের উপর স্বাস্থ্য ভালই থাকবে। প্রাকৃতিকভাবে খাওয়া-দাওয়ার দিকটা নজর রাখতে হবে।
সম্পর্ক ও পরিবার
নতুন বছরে রাহু-কেতুর অবস্থানের কারণে মনে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ফোকাস পরিবর্তন হয়েছে। অন্য দিকে ফোকাসের কারণে, সম্পর্কের ক্ষেত্রে একটু সময় দিতে হবে। কেতুকে শান্ত করতে জীবনসঙ্গীর সঙ্গে বা পরিবারের সঙ্গে দূরের কোনও প্রাচীন মন্দিরে যান, সময় কাটান। পুজো-অর্চনা করুন। কেতু শান্ত থাকলে শান্তি বজায় থাকবে।
যা বলতে চাইছেন, সামনের মানুষকে বোঝাতে না পারলে বৃথা হবে। তাই নতুন বছরে আপনার চেষ্টা থাকুক - আপনার সামনে যে মানুষটি রয়েছেন, তাকে আপনার কথা বুঝিয়ে বলার। সময় নিন, কিন্তু, বোঝান।
পড়াশোনা করছেন যাঁরা, পড়িমরি করে কিছু না কিছু করার একটা উদগ্র ইচ্ছা থাকবে। টাকা-পয়সা আয় করার এই ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। ছোট -ছোট ভোকেশনাল ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারেন নতুন বছরে।
টিপস
২০২৬-এ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশে পরামর্শ, গ্রুপ ওয়ার্ক করুন। আর শনি মন্দিরে গিয়ে পুজো দিন মাঝেমধ্যে। শর্ট টার্মে কাজে সফল হওয়া নতুন বছরে আপনার ফোকাস হওয়া উচিত নয়। দীর্ঘমেয়াদি অগ্রগতির ব্যাপারে ভাবুন বেশি করে।
ভাল কাটুক ২০২৬। মঙ্গলময় হয় সব কিছু। ভাল থাকুন। আনন্দে থাকুন।
মতামত বিশেষজ্ঞ অ্যাস্ট্রো শর্মিষ্ঠার নিজস্ব, এবিপি লাইভের নয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















