রাশি বৃশ্চিক : জ্ঞান অর্জনের বছর হবে ২০২৬, কেরিয়ার থেকে ব্যবসা - কী করলে ভাল হবে নতুন বছরে। জানাচ্ছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা
Scorpio Astrology 2026 : কেমন কাটবে নতুন বছর? বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সমস্যা এড়াতে কী করবেন। জানাচ্ছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা।

কলকাতা : ২০২৬ জ্ঞান অর্জনের বছর হবে। বড় দুটি গ্রহ যেমন- শনি থাকবে ৫ নম্বর ঘরে, বৃহস্পতি ৯ নম্বর ঘরে আসবে। যা খুবই গুরুত্বপূর্ণ। এগুলি জ্ঞানবর্ধক।
তবে কর্মযোগী না হওয়াটা এবছরে নাও দেখা দিতে পারে। ভাগ্যের উপর ভরসা রেখে চলতে পারেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। এটা ভাল লক্ষণ নয়। এড়িয়ে চলতে হবে। কর্মযোগী হয়ে ওঠার চেষ্টায় থাকতে হবে আপনাকে।
চাকরিজীবন ও ব্যবসা
২০২৬ সাল যারা চাকরি করছেন তাদের জন্য খুব একটা ভাল নাও হতে পারে। ব্যবসা যাঁরা করছেন, তাদের জন্য ভাল হতে পারে। ব্যবসা বাড়াতে পারেন। নতুন সুযোগ আসতে পারে। তবে একটা জিনিস নজর রাখতে হবে, ব্যবসার ধরন, পরিচালনাকে সংস্কার করতে হবে। কেরিয়ারের দিক থেকেও রাতারাতি কোনও বড় বদল আসার সম্ভাবনা নেই।
বিবাহ-জীবন
নতুন বছরে যাঁরা বিবাহ করতে চান বা প্ল্যান করেছেন, তাঁরা উপযুক্ত সঙ্গী খুঁজে নাও পেতে পারেন। সেক্ষেত্রে ২০২৭ সালের জন্য পরিকল্পনা করে নিতে পারেন। যাঁরা দীর্ঘমেয়াদি সম্পর্কে রয়েছেন, শনির অবস্থান ও দৃষ্টির কারণে এবছরটা বিয়ের জন্য উপযুক্ত নাও হতে পারে।
যাঁরা বিবাহিত, দীর্ঘদিন সংসারযাপন করছেন, তাঁদের জন্য নতুন বছরে একটু সতর্ক থাকতে হবে। কতটা বিয়ের পরে দায়িত্ব পালন করেছেন, সে প্রশ্নও উঠতে পারে।
শিক্ষা-দীক্ষা
যাঁরা উচ্চশিক্ষায় যেতে চাইছেন বা দূরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করতে চাইছেন, তাঁদের জন্য নতুন বছরটা ভাল কাটার সম্ভাবনা। যাঁদের দশাভুক্তি সমর্থন করছে তাঁদের জন্য পড়াশোনা ভাল হওয়ার সম্ভাবনা। গবেষণাধর্মী পড়াশোনা করতে চাইছেন যাঁরা, তাঁদের জন্য ২০২৬ ভাল হবে।
স্বাস্থ্য
শনির অবস্থানের কারণে নতুন বছরে স্বাস্থ্যে কোনও ছোটখাটো সমস্যা হলেও এড়িয়ে যাবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
সবমিলিয়ে বৃশ্চিক রাশির জন্য ২০২৬ সালে মিশ্র ফল মেলার সম্ভাবনা। খুব খারাপও কাটবে না। খুব ভালও না কাটার সম্ভাবনা।
টিপস
মাঝেমধ্যেই গঙ্গাস্নানের পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের। গঙ্গার কিনারায় গিয়ে স্নানের পাশাপাশি ধ্যান, দান করলে ভাল। নিরামিষ খান সময়ে-সময়ে।
ভাল কাটুক ২০২৬। ভাল থাকুন। আনন্দে থাকুন।
মতামত বিশেষজ্ঞ অ্যাস্ট্রো শর্মিষ্ঠার নিজস্ব, এবিপি লাইভের নয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















