Lakshmi Narayana Yoga : বুধ-শুক্রের মিলনে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ! ঝুলি ভরবে অর্থে, ৩ রাশির জীবনে বিরাট পরিবর্তন
Lakshmi Narayana Raj Yoga Effect : জ্যোতিষশাস্ত্র বলে, শুভ গ্রহ বুধ ও শুক্রের মিলনে সৃষ্ট হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এর প্রভাব হবে রাজযোগের মতো।
কলকাতা : বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহ রাশি বদলালেই তার প্রভাব পড়বেই ১২ রাশির উপর। এই জুলাই মাসেই তৈরি হচ্ছে অনেকগুলি শুভ যোগ। এর মধ্যে গজলক্ষ্মী রাজযোগ অন্যতম। এই শুভ যোগ এবং রাজযোগ সমস্ত রাশির মানুষের জন্য অত্যন্ত আনন্দের খবর বয়ে নিয়ে আসবে। এর পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের যোগ। বুধ কর্কট রাশিতে প্রবেশ করে ফেলেছে। আর আগামী রবিবার শুক্রও একই রাশিতে প্রবেশ করবে। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে। এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার এই যোগ থেকে বিশেষত ৩ রাশি ভীষণ ভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
জ্যোতিষশাস্ত্র বলে, শুভ গ্রহ বুধ ও শুক্রের মিলনে সৃষ্ট হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এর প্রভাব হবে রাজযোগের মতো। বিশ্বাস করা হয়, বুধ ব্যবসা, জ্ঞানের কারক। বুধ উচ্চ অবস্থানে থাকলে বাগ্মী ব্যক্তিরা উন্নতি সাধন করেন। অন্যদিকে শুক্র হল সুখের দাতা। সেই সঙ্গে প্রদান করেন সৌন্দর্য। লক্ষ্মী নারায়ণ যোগে,ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে একত্রে। এবার ৩ রাশিচক্রের উপর লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব থাকবে সবথেকে বেশি।
কর্কট রাশি:
লক্ষ্মী নারায়ণ যোগ কর্কট রাশির জাতকদের জন্য খুবই ভাল ফল বয়ে আনবে। এই যোগের শুভ প্রভাবের কারণে ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভাল চুক্তির সুযোগ আসতে পারে। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পেতে পারেন। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে।
কন্যা রাশি:
আর্থিক অবস্থা বেশ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। ব্যবসায় বিনিয়োগ থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবের কারণে কন্যা রাশির জাতকরা সুখী ও শান্তিময় জীবনযাপন করবে। মানসিক শান্তি বাড়বে। থাকবেন চাপমুক্ত। স্থাবর সম্পত্তি পেতে পারেন। হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনাও আছে। লটারি লেগে যেতে পারে।
বৃষ রাশি:
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়তে পারে বৃষ রাশির জাতকদের জীবনে। এই রাশির জাতকরা অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন। চাকরি, ব্যবসা ও বিনিয়োগ থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তিরা ভাল বেতন পেতে পারেন। নতুন জায়গায় কাজের প্রস্তাব পেতে পারেন। এই যোগ শিক্ষার্থীদের উপর ভাল প্রভাব ফেলতে পারে। কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পারিবারিক জীবন ভাল কাটবে। পরিবারের সান্নিধ্যে উপকৃত হবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।