Loksabha Election Result Astrology : লোকসভা ভোটের ফলের দিনই ৪ রাশির কেল্লাফতে ! হনুমানজির কৃপায় সৌভাগ্যের জোয়ার
Tuesday Astrology : মঙ্গলবার বজরঙ্গবলীর আশীর্বাদেই ৪ রাশির কপাল খোলার আভাস। জানুন কোন কোন রাশি সৌভাগ্যবান
তুলা (মঙ্গলবারের রাশিফল)
মঙ্গলবার দিনটি খুবই সুন্দর হবে। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার কাছে পরাজিত হবে। সবাই আপনাকে সম্মান করবে। স্বাস্থ্য ভালো থাকবে, চোখের কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেরে যাওয়ার সম্ভাবনাই প্রবল। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্য ব্যবসায়িক অবস্থা খুব ভালো হবে। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্যও আগামীকাল খুব ভালো দিন কাটবে। প্রতিপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং তারা আপনার সামনে মাথা নত করবে। মঙ্গলবার হলুদ জিনিস দান করুন, আপনার সমস্ত ঝামেলা দূর হবে।
মকর রাশি ( মঙ্গলবারের রাশিফল )
মঙ্গলবার চাকরিতে পদোন্নতি পেতে পারেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত। যদি মাইগ্রেনের রোগী হন তবে রোদ বাঁচিয়ে চলুন। ব্যথা তীব্র হলে প্রয়োজন মতো ওষুধ খান। মঙ্গলবার ব্যবসা ভাল হবে। উন্নতির সুযোগ পেতে পারেন। যুবকদের জন্যও সময়টা ভালো যাবে। উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন। আগামীকাল হলুদ জিনিস দান করুন, আপনার অনেক ইচ্ছা পূরণ হবে।
কুম্ভ রাশি ( মঙ্গলবারের রাশিফল )
আগামীকাল আপনার জন্য একটি ভাল দিন হবে। চাকরিতে পদোন্নতির সুযোগ পেতে পারেন। বেতন থেকে কিছু অর্থ সঞ্চয় করা উচিত যা ভবিষ্যতে আপনার জন্য কার্যকর হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কোনও ধরনের শারীরিক কষ্ট হবে না। হাত বা পায়ে ব্যথার সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। ব্যবসার প্রতি একটু সতর্ক হওয়া উচিত। ব্যবসায় খুব বেশি টাকা বিনিয়োগ করা উচিত নয়, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। মঙ্গলবার প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভালো যাবে। আগামীকাল ভগবান বিষ্ণুর পুজো করলে ভাল হবে।
মীন রাশি ( মঙ্গলবারের রাশিফল )
কর্মক্ষেত্রে সব টুকু শক্ত কাজে লাগাতে হবে। মনে ইতিবাচকতা বৃদ্ধির কারণে, আপনি আপনার অফিসে দুর্দান্ত সময় কাটাবেন। আগামীকাল আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসার দৃষ্টিকোণ থেকেও দিনটি ভাল। সমাজের কল্যাণে কিছু কাজ করলে সমাজে আপনার সম্মান অনেক বেড়ে যেতে পারে। মঙ্গলবার আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা থাকবে এবং ভালবাসাও অনেক বেড়ে যাবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)