Astrology : বিশাল বেতন বৃদ্ধি ধনুর, ৫ মে-র বিশেষ যোগে লাভবান হতে চলেছেন আর কারা ?
Chaturgrahi Yog : মেষ রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি ও রাহুর চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৫ মে। রাত ৮টা ৪৬ মিনিটে হবে চন্দ্রগ্রহণ। মধ্যরাতে ১টা ২ মিনিটে শেষ হবে। চন্দ্রগ্রহণ হল একটি ছায়াগ্রহণ যা তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে ঘটতে চলেছে। চন্দ্রগ্রহণের দিনে ১২ বছর পর মেষ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। মেষ রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি ও রাহুর চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু রাশির জাতক এর থেকে বাম্পার সুবিধা পেতে চলেছে।
কোন কোন রাশি হবে লাভবান ?
মিথুন- চন্দ্রগ্রহণের কারণে মিথুন রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। গ্রহণের সময় মঙ্গল ও শুক্রের মিলন হবে মিথুন রাশিতে এবং বুধ মিথুন রাশিতে থাকবে। গ্রহের এই সংমিশ্রণের কারণে মিথুন রাশির জাতক-জাতিকারা সুফল পাবেন। আপনার বিবাহিত জীবনে প্রেম বাড়বে। সন্তানদের কাছ থেকে ভাল খবর আসবে।
সিংহ- চাকরি তথা কেরিয়ারে উন্নতি হবে চতুর্গ্রহী যোগের কারণে। কর্মক্ষেত্রে কিছু ভাল পরিবর্তন দেখা যাবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
ধনু- ধনসম্পত্তি লাভ হবে। যাঁরা চাকরি করেন তাঁদের ভাল পরিমাণে বেতন বৃদ্ধি হতে পারে। পৈতৃক সম্পত্তিও লাভ করবেন। যেসব কাজ আটকে আছে তা এবার শেষ হবে।
মকর- কর্মস্থলে কাজের চাপ থাকবে। কিন্তু, এর ভাল ফলও আপনি পাবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে।
কুম্ভ- চন্দ্রগ্রহণের কারণে ভাগ্য আপনার সহায় হবে। ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ভ্রমণ কাজে আসতে পারে। গ্রহণের সময় আগে করা বিনিয়োগ এবং কাজ থেকে সুবিধা পেতে পারেন।
মীন- বৈশাখ পূর্ণিমায় হওয়া বছরের প্রথম চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ । এই চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনি কিছু ভাল খবর পাবেন। হঠাৎ কোথাও যেতে হতে পারে, যার জেরে লাভবান হবেন।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন ; বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের