Mahashivratri 2025 : ১৯৬৫ সালের পর মহাশিবরাত্রিতে অতিবিরল যোগ, তিন গ্রহের খেলায় ৩ রাশির আকাশছোঁয়া উন্নতি
৬০ বছর পর এই বিরল কাকতালীয় শুভ যোগ তৈরি হল। মহাশিবরাত্রির দিন এই যোগ অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়।

রাজ্য থেকে দেশ। সর্বত্র মহাসমারোহে পালিত হচ্ছে শিবরাত্রি। মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। ব্রত পালন। পুরাণ মতে, শিবকে পতিরূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই এই শিবরাত্রি ব্রতের প্রবর্তন৷ রীতি অনুযায়ী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী, চতুর্দশীতে সকাল থেকেই নির্জলা উপবাস করে মহাদেবের মাথায় ফুল বেলপাতা চড়ান মেয়েরা৷ তবে এই ভাবনা প্রচলিত হলেও, শিবরাত্রি ব্রত কিন্তু শুধু ভাল-স্বামী পাওয়ার আশায় করা হয় এমনটা নয়। দেবাদিদেবের সাধনা করেন মহিলা-পুরুষ, সব বয়সের মানুষই। এবার শিবরাত্রির দিনটি ব্রতপালনের জন্য বিশেষ।
জ্যোতিষী অনীশ ব্যাস জানিয়েছেন, এই বছর মহাশিবরাত্রিতে, ৬০ বছর পর, ত্রিগ্রহী যোগের একটি কাকতালীয় ঘটনা ঘটছে। মহাশিবরাত্রির দিন সংযোগ হচ্ছে সূর্য, বুধ এবং শনির । এদিন কুম্ভ রাশিতেই একত্রিত হচ্ছে তিনটি গ্রহ। জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে ত্রিগ্রহী যোগ বলা হয়। এছাড়াও এই দিন, চাঁদ মকর রাশিতে থাকবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৯৬৫ সালেও একই রকমভাবে গ্রহের মিলন ঘটেছিল। সূর্য, বুধ এবং শনি ছিল কুম্ভ রাশিতে। এবং চন্দ্রও ছিল মকর রাশিতে । আবার ৬০ বছর পর এই বিরল কাকতালীয় শুভ যোগ তৈরি হল। মহাশিবরাত্রির দিন এই যোগ অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। মহাশিবরাত্রিতে গ্রহের সংযোগের ফলে গঠিত ত্রিগ্রহী যোগ পুজো এবং উপবাসের পাশাপাশি অনেক রাশির জন্য সৌভাগ্যের প্রমাণিত হতে পারে। আসুন জেনে নিই কোন রাশির জাতকরা এই যোগব্যায়াম থেকে উপকৃত হবেন।
মেষ রাশি - মহাশিবরাত্রিতে গঠিত ত্রিগ্রহী যোগ মেষ রাশির জন্য বিশেষ উপকারী হবে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা। পরিবারের সদস্যদের কাছ থেকেও সহায়তা পাবেন এই রাশির জাতকরা। এই সময়ে মনের অনেক ইচ্ছা পূরণ হতে পারে।
মিথুন রাশি - মিথুন রাশির জাতক জাতিকারাও ত্রিগ্রহী যোগের সুবিধা পাবেন। এই বিরল সংযোগ থেকে ব্যবসায়ীরা বিশাল সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে, সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও এটি আপনার জন্য ভালো হবে। বিবাহিত জীবনে সুখ আসবে।
কুম্ভ রাশি – গ্রহের এই বিরল সমন্বয় কেবল কুম্ভ রাশিতেই তৈরি হবে। এমন পরিস্থিতিতে, এই সময়টি আপনার জন্য খুবই ভাগ্যবান হবে। অর্থ ও শস্যের অভাব দূর হবে এবং আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। :




















