Mangal Gochar 2024: মঙ্গলেই ভাগ্যে চরম লাফ, ৫ রাশির কেরিয়ার তুঙ্গে, বদলাতে পারে জীবন
Mangal Gochar Astrology: মঙ্গল ৪৫ দিন মিথুন রাশিতে অবস্থান করবে এবং ৫টি রাশির জাতকদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য দেবে।
কলকাতা: মঙ্গল গোচর হতে চলেছে আজ অর্থাৎ ২৬ আগস্ট। মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করছে। মঙ্গল ৪৫ দিন মিথুন রাশিতে অবস্থান করবে এবং ৫টি রাশির জাতকদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য দেবে। জেনে নিন কোন কোন রাশির জন্য মঙ্গল গমন খুবই শুভ।
মেষ রাশি- মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গমন শুভ হবে। সাহস ও শক্তি বৃদ্ধি পাবে এই মানুষদের। তবে অহংকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। ভাই-বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে।
বৃষ রাশি- মঙ্গল রাশির পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুব ভাল হবে। আয় বাড়বে। অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে। আপনি সাহস এবং উত্সাহে পূর্ণ হবেন। বড় সাফল্য অর্জন নিশ্চিত। রাগ নিয়ন্ত্রণে সতর্ক থাকুন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্যও মঙ্গল গ্রহের যাত্রা শুভ হবে। আপনি আত্মদর্শন করবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। কর্মজীবনে পদোন্নতি ও অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি- মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুবিধা দিতে পারে। এমনকি নষ্ট কাজও করা শুরু হবে। প্রিয়জনের সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। কোনো কাজ সম্পন্ন হতে পারে। সম্পর্কের সুফল পাওয়া যাবে।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গমন তাদের সৃজনশীলতা বৃদ্ধি করবে। কর্মজীবনে সাফল্য পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। যাদের মামলা আদালতে তারা বিজয়ী হবেন।
আরও পড়ুন, শুধু টাকার পর টাকা, শনির কৃপায় ৩ রাশির ভাগ্যে অর্থের জোয়ার
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে