Mangal Gochar 2024: পারিবারিক বিবাদ, কর্মস্থলে সমস্যা; বাড়বে খরচও; ২০ অক্টোবর মঙ্গলের পথ-পরিবর্তনে 'অমঙ্গল' এই ৪ রাশির
Mars Transit 2024: মঙ্গল গ্রহ করওয়া চৌথের দিন অর্থাৎ রবিবার, ২০ অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে দুপুর ২টো ২৬ মিনিটে নিজের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়। এ হল- বীরত্ব, সাহস, ভূমি, রক্ত, ক্রোধ, সাহসিকতা, শক্তি ইত্যাদির কারণ। ভূমিপুত্র মঙ্গল গ্রহের গতিবিধির যখনই পরিবর্তন হয়, তখনই এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়।
মঙ্গল গোচর ২০২৪ কবে ?
মঙ্গল গ্রহ করওয়া চৌথের দিন অর্থাৎ রবিবার, ২০ অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে দুপুর ২টো ২৬ মিনিটে নিজের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই গোচর একাধিক রাশির সমস্যা বাড়াবে।
করওয়া চৌথের পর এই রাশিগুলির সমস্যা বাড়াবে মঙ্গল-
মেষ রাশি (Mesh Rashi)- মঙ্গলের গোচরে আপনি লাভবান হবেন না। এই সময় সুখ-সুবিধা কম পাবেন। পারিবারিক বিবাদ বাড়বে, কেরিয়ারে সমস্যার মুখে পড়তে হবে। খরচ বাড়তে থাকায় সমস্যায় পড়বেন।
কর্কট রাশি (Karkat Rashi) - মঙ্গলের গোচরের পর কর্কট রাশির জাতকদেরও খুব সাবধানে থাকতে হবে। কারণ, এই গোচর আপনার রাশিতেই হচ্ছে। মঙ্গল গোচরের প্রতিকূল প্রভাব আপনার উন্নতি ও প্রগতির ওপর পড়বে। অকারণে নানা সমস্যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। পরিবারে কলহের পরিবেশ থাকবে।
সিংহ রাশি (Singha Rashi)- মঙ্গল আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। এই পরিস্থিতিতে মঙ্গল গ্রহ থেকে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। বিশেষ করে চাকরিজীবীদের জন্য সময়টি চাপের হবে। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে এবং ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
ধনু রাশি (Dhanu Rashi)- এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় থাকবেন। বিদ্যার্থীদেরও সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। এমন একাধিক বার হতে পারে যখন হাতে আসা জিনিসও হাত থেকে বেরিয়ে যাবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে এক জায়গা থেকে অন্যত্র সরে। মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এর আগে ২৬ অগাস্ট মিথুন রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল। এই দিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এই গমনের ফলে সমস্ত রাশির উপর এর প্রভাব দেখা যায়। কিছু রাশির জাতক এক্ষেত্রে বিশেষ সুবিধা পান, আবার কিছু রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হয়েছিল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে