March Horoscope: কেরিয়ারে জোড়া যোগ, চাকরির জায়গায় চোখে পড়ার মতো উন্নতি, এই রাশিদের দুরন্ত সময় শুরু
March Astrology: এই মাসে মীন রাশিতে বুধ ও শুক্রের যুতি হবে, যে কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে।

কলকাতা: মার্চ মাসে প্রভাব থাকবে লক্ষ্মী নারায়ণ রাজযোগের। এই মাসে মীন রাশিতে বুধ ও শুক্রের যুতি হবে, যে কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষ অনুযায়ী এই রাজযোগ ব্যক্তিকে ধন-সম্পত্তিতে পরিপূর্ণ করে তোলে।
পাশাপাশি সামাজিক দিক দিয়েও ব্যক্তিকে সম্পন্ন করে। এছাড়াও মার্চের গ্রহগতির জেরে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী মার্চ মাসে বেশ কিছু রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হবে।
কন্যা রাশি
কেরিয়ারে ভালো সুযোগ পাবেন এই রাশির জাতকরা। এই মাসে কাঙ্খিত মুনাফা অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পাবেন। অধিকাংশ সময় সামাজিক ও ধর্মীয় কাজে কাটাবেন। পরিবারে শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। দীর্ঘদিন ধরে জমি-বাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকলে এবার ইচ্ছাপূরণ হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্যও মার্চ মাস অত্যন্ত শুভ। এই মাসে ঘর-পরিবারের সম্পূর্ণ সহযোগিতা লাভ করবেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। কোনও উচ্চপদ লাভ বা গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন। ব্যবসায়িক দিক দিয়ে সময় ভালো। কেরিয়ার ও ব্যবসায় কাঙ্খিত উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা। পরীক্ষা ও প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন যে ছাত্রছাত্রীরা ও যে যুবকরা চাকরির সন্ধানে রয়েছেন, তাঁরা এ মাসে দারুণ সাফল্য অর্জন করতে পারবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা মার্চ মাসে কাঙ্খিত সাফল্য অর্জন করবেন। এ সময় আপনাদের পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। সুখ-সুবিধার বস্তু ক্রয় করতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসায় ইচ্ছামতো লাভ অর্জন করতে পারবেন। নতুন কাজ শুরুর জন্যও সময় অনুকূল। প্রেম জীবনের জন্য সময় ভালো। আবার ভুল বোঝাবুঝি দূর হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য মার্চ মাস কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। এই মাসে কাঙ্খিত সাফল্য লাভের ফলে ভালো উন্নতি অর্জন করতে পারেন। কেরিয়ার ও ব্যবসা সম্প্রসারণের ভালো সুযোগ পাবেন। ব্যবসায়িক কারণে কোনও যাত্রা করে থাকলে, তা শুভ প্রমাণিত হবে। পারিবারিক জীবনের জন্য সময় শুভ। প্রেম নিবেদের চেষ্টা করতে পারেন এই মাসে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















