Meen Rashi 2026 : সাড়েসাতিতেও সাফল্য নিশ্চিত, শনি দেবেন নতুন চমক, ২০২৬ কেমন কাটবে মীন রাশির, জানালেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা
শনি এঁদের ঠিক পথে নিয়ে আসতে চাইছেন। তাঁকে শনি সেই পথে আনার চেষ্টা করছেন। শনি ঠিক পথেই চালিত করবেন।

মীন রাশির জাতক জাতিকাদের এখন সাড়ে সাতি চলছে। একেবারে তুঙ্গে সাড়ে সাতি। ২০২৫ এর শুরু থেকেই এই রাশির জাতকদের ধ্যান-ধারণা , ভাবনা নতুন গতি পাচ্ছে। শনি এই রাশিতে বিরাজমান। এই রাশির জাতকদের শনি অনেকটাই প্র্যাকটিক্যাল পথে নিয়ে আসার চেষ্টা করবেন। মীন রাশির জাতক - জাতিকাদের জন্য আগামী ২০২৬ সালটা কেমন কাটবে, তা জানালেন জনপ্রিয় অ্যাস্ট্রলজার অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। কেরিয়ার থেকে ব্যবসা, পারিবারিক জীবন থেকে চাকরি, সব ধরনের পরামর্শ নিয়ে কথা বলছেন তিনি।
মীন রাশির ভালবাসার জীবন কেমন কাটবে
শনি এঁদের ঠিক পথে নিয়ে আসতে চাইছেন। তাঁকে শনি সেই পথে আনার চেষ্টা করছেন। শনি ঠিক পথেই চালিত করবেন। তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ২০২৬ মীন রাশির জাতকদের জন্য খুবই পজিটিভ একটা বছর। এই বছর নতুন কাজে হাত দেওয়া সাকসেসফুল হতে পারে, তা ব্যবসা হতে পারে বা কনসাল্টেশন বিজনেস। ২০২৫ যতটা চ্যালেঞ্জিং ছিল, ২০২৬ অনেকটা স্মুদ হতে পারে। নতুন কোনও কোর্সও করা যেতে পারে। নতুন ট্রেনিং নিতে পারেন।
মীন রাশির জাতকদের জন্য বিশেষ কী পরামর্শ
জীবনে সঠিক সঙ্গী বেছে নিতে পারেন এই সময়ই। তবে সম্পর্ক দীর্ঘমেয়াদী সম্পর্ক হবে কি না, সেটা ভেবে নেবেন। শনি কিন্তু বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করবেন। সেই সিগন্যাল বুঝে নিতে হবে। সম্পর্কে একটু সমস্যা আসতে পারে। সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার জন্য খুব ভাল। স্বামী - স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে গুরুজনদের পরামর্শ নিন। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে। অল্প উচ্চ-নীচ হতে পারে। কেতুর প্রভাব থাকবে এই সময়। ছোটখাটো লাগা, ছড়া, চোট আসতে পারে। তবে সর্বোপরি বছরটা এই জাতকদের জন্য বেশ ভাল। এই রাশি জাতকদের , সময়কে মেনে নিতে হবে। শনি দীর্ঘমেয়াদি ফল দেয়, কিন্তু ভাল ফল দেয়। শিবের উপাসনা করুন, জলাভিষেক করুন। সব সমস্যা কেটে যাবে।
Disclaimer : প্রতিবেদনটিতে বক্তার মতামত ও সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এবং এবিপি নেটওয়ার্ক জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য,পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
া




















