Daily Horoscope 23 June: স্ত্রীর সঙ্গে সম্পর্কে অবনতি, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন; কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন?
Horoscope Today: তুলা থেকে মীন, আজ সোমবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৩ জুন। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কোনও বিশেষ কাজের জন্য বাইরে যেতে হতে পারে। কাজে সাফল্য পাবেন। পরিবারের কাউকে হারানোর খবর পেতে পারেন। গাড়ি চালানোর সময় আপনার সাবধান থাকা উচিত। পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পাবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। সঙ্গীর সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন। অফিসে নতুন দায়িত্ব পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা পাবে। ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ভালভাবে কাটবে দিন। নতুন কোনও কাজ শুরু করার জন্য আদর্শ দিন। সাফল্যের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে বড় লাভ হবে। পুরনো পরিচিতজনের সঙ্গে দেখা হবে, তাতে মন খুশি হবে। আটকে থাকা টাকা হাতে আসবে। স্বাস্থ্য ভাল থাকবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কথা নিয়ন্ত্রণ করতে হবে। শত্রুপক্ষের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। স্বাস্থ্যের অবনতি হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে ঝগড়া হতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ঝামেলায় ভরা থাকবে দিন। আদালতের মামলায় পরাজয়ের মুখোমুখি হতে পারেন। ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। কাজে কেউ বড় ক্ষতি করতে পারে। পরিবারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আদালতের মামলায় জয়ী হবেন। ব্যবসায় লাভ পাবেন। আত্মীয়স্বজন এবং বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















