উন্নতির নতুন নতুন রাস্তা খোলার ইঙ্গিত কাদের ভাগ্যে ? কী বলছে মেষ থেকে কন্যা রাশির রাশিফল
Rashifal Tomorrow : বিশেষ দিন সোমবার। গ্রহের চালচলন অনুযায়ী, কিছু রাশির জাতক-জাতিকার জীবনে খুশির আগমন হবে।
মেষ রাশির টেনশন দূর হতে পারে সোমবার। মেষ থেকে কন্যা - এই ছয় রাশির দিন কেমন কাটবে সোমবার, দেখে নেওয়া যাক। (Horoscope Tomorrow 25 November 2024)
মেষ রাশি সোমবারের রাশিফল (Mesh Rashi Rashifal Tomorrow)
মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য প্রসন্ন থাকবে সোমবার। কোনও বিষয় টেনশন থাকলে তা দূর হবে। পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন। পরিবারে নতুন কোনও অতিথি আসার কারণে পরিবেশে মিষ্টত্ব আরও বাড়বে। আপনার উন্নতির নতুন রাস্তা খুলবে। খুশি থাকবে মন।
বৃষ রাশি সোমবারের রাশিফল (Brisha Rashi Rashifal Tomorrow)
বুঝেশুনে কাজ করা উচিত সোমবার। তাতেই ভাল হবে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক ডেটে যেতে পারেন। পারিবারিক জীবনে বুঝেশুনে এগোতে হবে। বজায় রাখতে হবে ভারসাম্য। পরিবারের কোনও সদস্য চাকরি সূত্রে দূরে থেকে কাজ করলে, আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। নিজের কাজ নিয়ে সচেতন হতে হবে সোমবার।
মিথুন রাশির সোমবারের রাশিফল (Mithun Rashi Kalker Rashifal)
মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাল কাটার কথা সোমবার। ব্যবসায়ীদের মনমতো লাভ হওয়ার সম্ভাবনা। ফলে খুশির সীমা থাকবে না। কোনও কাজ আটকে থাকলে সোমবার পূর্ণ হতে পারে। চাকরিক্ষেত্রে যাঁরা রয়েছেন, পদস্থ আধিকারিকদের থেকে প্রশংসা শুনতে পারেন। তালমিল রেখে অংশীদারী সহযোগে কাজ করলে ভাল হবে। শেয়ার বাজারের সঙ্গে যুক্তদের পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ আসতে পারে।
কর্কট রাশির সোমবারের রাশিফল (Karkat Rashi Rashifal Tomorrow)
সোমবার মিশ্র কাটবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে বড় কোনও চুক্তি সম্পন্ন হতে পারে। যা আপনার পক্ষে যাবে। কোনও ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। কোনও নতুন বিরোধী তৈরি হতে পারে আপনার। ঘরদোর সংস্কারের পরিকল্পনা করতে পারেন। নিজের কাজের জন্যও আগাম পরিকল্পনা তৈরি করতে হবে। কোনও কাজ করার আগে পরামর্শ নিলে সুফল পেতে পারেন।
সিংহ রাশির সোমবারের রাশিফল (Singha Rashi Rashifal Tomorrow)
সিংহ রাশির জাতক-জাতিকারা কোনও কাজ নিয়ে তাড়াহুড়ো করতে পারেন সোমবার। এতে লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। বুঝেশুনে নিজের কাজ সম্পন্ন করতে হবে। সকল কাজই সম্পূর্ণ করতে পারবেন। কোনও কাজের কারণে ক্লান্তি, মাথার যন্ত্রণা ইত্যাদি হতে থাকলে, তা থেকেও উপশম হওয়ার সম্ভাবনা সোমবার। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। কোনও পুরনো ভুল থেকে অবশ্যই শিক্ষা নিন।
কন্যা রাশির সোমবারের রাশিফল (Kanya Rashi Rashifal Tomorrow)
সোমবার কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাল কাটবে। পরিবারে কোনও মঙ্গলকাজের জন্য পরিবেশ আনন্দঘন থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। পরিবারে কেউ চাকরি পেতে পারেন। ফলে সারপ্রাইজ কোনও পার্টির আয়োজনও হতে পারে। কোনও বিষয় নিয়ে টেনশনে থাকলে সোমবার তা দূর হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে