Numerology And Marriage:সংখ্যাতত্ত্ব ও বিবাহ: প্রেম, বিবাহ ও সঙ্গীর সম্পর্কে কী প্রভাব সংখ্যার
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংখ্যা কোনও ব্যক্তির গুণ ও খামতিতে গভীর প্রভাব ফেলে। এক থেকে নয় অঙ্ক অনুযায়ী কোনও ব্যক্তির বহির্মুখিতা ও মৈত্রীভাব সম্পর্কে জানা যেতে পারে।
কলকাতা: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংখ্যা কোনও ব্যক্তির গুণ ও খামতিতে গভীর প্রভাব ফেলে। এক থেকে নয় অঙ্ক অনুযায়ী কোনও ব্যক্তির বহির্মুখিতা ও মৈত্রীভাব সম্পর্কে জানা যেতে পারে। ১ সংখ্যার জাতক খুব ভালো বন্ধু ও স্পষ্টবাদী হয়ে থাকেন। এই জাতকরা মেলামেশার ক্ষেত্রে এগিয়ে আসনে। গুরুত্বপূর্ণ সময়ে অগ্রগন্যভাবে সামিল হন। তাঁর প্রথমসারিতে থাকতে পছন্দ করেন। সূর্যদেবের গুণাবলীর সঙ্গে সংযুক্ত সংখ্যার প্রভাব যুক্তরা আলাপ আলোচনায় সোৎসাহে সামিল হন।
পাঁচ অঙ্কের জাতকরা কথাবার্তায় বেশ চৌকশ হয়ে থাকেন, তাঁরা বাস্তববোধ সম্পন্ন ও বন্ধুপ্রিয় হয়ে থাকেন। ছোটখাটো বিষয়েও কথাবার্তায় আসর জমিয়ে রাখতে পারেন। তাঁদের বন্ধুর সংখ্যা বেশি হয়। সহজেই অন্যের ওপর ভরসা করেন।
ছয় শুক্রের সংখ্যা। এই সংখ্যার জাতকরা আকর্ষণীয় ও নেতৃত্বদানে সহজাত দক্ষতা থাকে। তাঁরা ভালো বন্ধু হন। দল বেঁধে থাকতে পছন্দ করেন তাঁরা।
সাত কেতুর সংখ্যা। এই অঙ্কের জাতকদের ক্ষেত্রে মঙ্গলদেবের গুণ বেশি করে পরিলক্ষিত হয়। বন্ধুদের ওপর ভরসা করতে পছন্দ করেন। বন্ধুর মধ্যে সাবলীল ও খুশি থাকেন। গুরুতর বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন।
নয় মঙ্গলদেবের সংখ্যা। এই সংখ্যা প্রভাবিত জাতকরা টিম ওয়ার্কে ভরসা করেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সুখে-দুঃখে বন্ধুদের পাশে থাকেন। উদ্যমী ও উৎসাহী হয়ে থাকেন।
এই সংখ্যাগুলি ছাড়াও ২,৩,৪ ও ৮ অঙ্কের জাতকরা তাঁদের মতো লোকজনদের পছন্দ করেন। বিষয়গত গতিবিধিতে থাকতে পছন্দ করেন। ২ অঙ্কের জাতকরাদের স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে। ৩ অঙ্কের জাতকা শিক্ষা ও বিদ্যাচর্চায় সামনের সারিতে থাকেন।
চার সংখ্যার জাতকরা ব্যবসার ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে। আট অঙ্কের জাতকের বন্ধু সংখ্যা কম।কিন্তু বন্ধুত্বে তাঁরা গুরুত্বপূর্ণ ও বিশ্বাসের পাত্র হন।
এখন দেখে নেওয়া থাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রেম ও বিবাহিত জীবন ও সম্পর্কে সংখ্যার প্রভাব সম্পর্কে। প্রত্যেক সংখ্যাই কোনও না কোনও গ্রহের প্রভাবের সঙ্গে সম্পর্কিত। এখন কীভাবে জন্ম সংখ্যা ও জীবন পথ অঙ্কের হিসেব হয়। এই চরিত্র নম্বর এক অঙ্কের। কারুর জন্ম তারিখের মোট সংখ্যাগুলির সমষ্টির যোগফল। যেমন, কারুর জন্মতারিখ ২১ হলে তাঁর জন্ম সংখ্যা ২+১ =৩। আর ভাগ্য সংখ্যা পূর্ণ জন্মতারিখের একক অঙ্কের যোগফল। অর্থাৎ, কারুর জন্ম তারিখ ২৩.০২.২০০২ বলে সবগুলি করলে পাওয়া যায় ২। তাই ওইদিনের জাতকের ভাগ্যসংখ্যা ৩।
১ সংখ্যার জাতকের বিবাহের ভবিষ্যদ্বাণী
১ সংখ্যার জাতক আবেগপ্রবণ। সহজেই প্রভাবিত হন না। বাস্তববুদ্ধি সম্পন্ন হওয়ায় ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই অঙ্কের জাতকের বিয়ে হয় কোনও বাল্যবন্ধুর সঙ্গে। এই সংখ্যার জাতকদের বিয়ের ক্ষেত্রে ভালো জুটি হতে পারে ২,৪,৬ সংখ্যার জাতক। ৭,৮,৯ খুব একটা ভালো হয় না।
২ সংখ্যার জাতকদের বিয়ের ভবিষ্যদ্বাণী
এই অঙ্কের জাতকরা প্রেম ও পরিবার বিষয়ে আবেগপ্রবণ ও স্পর্শকাতর। প্রেম, বিয়ে ও সম্পর্কের ক্ষেত্রে হৃদয়ের কথা শুনে চলেন। এই স্বভাব বিবাহিত জীবনেও প্রভাব বিস্তার করে। এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিলে তা নিয়ে অবিচল থাকেন। সঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়া থাকে। শারীরিক সুখের থেকে আবেগগত সুখের দিকেই ঝোঁক থাকে। প্রেমের জীবন সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তাঁদের ভালো জুটি হতে পারে ১,৩, ৬ সংখ্যা। খারাপ হতে পারে ৫ ও ৮ সংখ্যা।
৩ সংখ্যার জাতকদের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
এই সংখ্যার জাতকরা বাস্তববোধ সম্পন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। অন্যদের তুলনায় তাঁরা নিজেদের বেশি ভালো বাসেন। এজন্য সঙ্গীদের ওপর আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন।তাঁরা খুব একটা রোমান্টিক নন এবং হৃদয়ের কথা শুনে তাঁরা বিয়ে ও প্রেমের সিদ্ধান্ত নেন না। তাঁরা উচ্চাকাঙ্খী। এই বিষয়টি তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হয়। তাঁদের সঙ্গে ভালো জুটি হতে পারে ২,৬,৯ সংখ্যার জাতক। ১ ও ৪ সংখ্যার জাতকের সঙ্গে সম্পর্ক ভালো হয় না।
৪ সংখ্যার জাতকদের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
শারীরিক সুখের জন্য এই সংখ্যার জাতকদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকতে পারে। যদিও সবার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ২২ শে যাঁদের জন্ম তাঁরা সঙ্গীর প্রতি খুবই বিশ্বস্ত। এই সংখ্যার বেশিরভাগ জাতকদের স্বভাব প্রভাব বিস্তার করা। সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকেন। এই সংখ্যার জাতক কিছুটা রগচটা হয়ে থাকতে পারেন, যা তাঁদের প্রেম ও বিবাহিত জীবনে প্রভাব ফেলে। আর এই স্বভাব বিবাহবিচ্ছেদের কারণও হয়ে উঠতে পারে। তাঁদের ক্ষেত্রে ভালো জুটি হতে পারেন ১,২,৭,৮ সংখ্যার জাতক। খারাপ হতে পারে ৪।
পাঁচ সংখ্যার জাতকদের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
এই সংখ্যার জাতকের কাছে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক সম্পর্ক নিয়ে খুঁতখুতে তাঁরা। তাঁরা সহজেই একঘেয়ে বোধ করেন এবং বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে। ৫ ও ৮ সংখ্যার জাতক তাঁদের ভালো জুটি হতে পারেন। ২ সংখ্যার জাতক তাঁদের জুটি হিসেবে ভালো হয় না।
ছয় সংখ্যার জাতকদের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
এই সংখ্যার জাতকরা খুবই আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকেন এবং বিপরীত লিঙ্গের মনোযোগ টানতে পারেন। বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়ার প্রবণতা থাকে, সঙ্গীর সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে না পড়লে। সমস্ত সংখ্যযার জাতকের সঙ্গেই জুটি ভালো হয়।
সাত সংখ্যার জাতকের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
এই সংখ্যার জাতক খুবই রোমান্টিক ও বিভিন্ন উপহার ও ঘুরতে যাওয়া নিয়ে সঙ্গীদের সারপ্রাইজ দিতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন ও জীবিকায় তাঁরা সবসময় সফল হতে চান। জীবনে ঝামেলা ঝঞ্জাট পছন্দ করেন না। কোনও সম্পর্ক বা বিবাহ ও প্রেমের ক্ষেত্রে তাঁদের সঙ্গীর সঙ্গে আরও বেশি যোগাযোগ গড়ে তোলার প্রয়োজন। তাঁদের সেরা জুটি হতে পারেন ২ সংখ্যার জাতক। ৯ সংখ্যার জাতক জুটি হিসেবে ভালো হয় না।
৮ সংখ্যার জাতকদের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
এই সংখ্যার জাতকরা চরিত্রগতভাবে খুবই দৃঢ় হন। যদিও সম্পর্কের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। সমস্ত সংখ্যার ক্ষেত্রেই তাঁর বিশ্বস্ত ও সঙ্গীর অনুসরণ করেন। তাঁদেরকে অনেক সময়ই ভুল বোঝা হয়। বিয়ের ক্ষেত্রে জটিলতার মুখে পড়তে হয় ও তা সম্পর্কে প্রভাব ফেলে। আট সংখ্যার ক্ষেত্রে খারাপ জুটি ২ সংখ্যা। তবে ২ সংখ্যার জাতকের সঙ্গে ভালো বন্ধুত্ব হতে পারে।
৯ সংখ্যার জাতকের বিবাহ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী
সঙ্গীর ওপর প্রভাব বিস্তার করতে ভালোবাসেন ওই সংখ্যার জাতক। তাঁরা আবেগপ্রবণ, কিন্তু অনেক সময়ই অন্যরা তাঁদের আবেগ বুঝে উঠতে পারেন না। প্রেমের সম্পর্কে এই সংখ্যার জাতকের কাছে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তাঁদের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে। পরিবারের প্রতি এই সংখ্যার জাতকদের টান প্রবল। সেরা জুটি হতে পারে ২ ও ৬ সংখ্যার জাতক। ১ ও ৯ সংখ্যার জাতকের সঙ্গে সম্পর্ক ভালো হয় না।