Rahu Gochar 2024 : ঘর বদলাচ্ছে 'পাপগ্রহ', রাহুর ছায়া ৩ রাশির উপর, পয়সার ঝনঝনানি কোন কোন রাশির ঘরে
Rahu Gochar 2024 : ২০২৬ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে রাহু। রাহুর এই পরিবর্তনে জাতক-জাতিকারা কিছু সুবিধা পাবেন।
জ্যোতিষশাস্ত্রে, রাহুকে কলিযুগের দেবতা বলা হয়। অনেকে রাহুকে পাপগ্রহ বলেন। কেউ আবার রাহুকে মায়াগ্রহও বলে থাকেন। রাহু শনির মতো ধীর গতির গ্রহ। রাহু সর্বদা বিপরীত দিকে চলে। যে কোনও একটি রাশিতে থাকে ১৮ মাস।
রাহুকে কেউ কেউ বলেন,এটি বিভ্রান্তি সৃষ্টিকারী গ্রহ । এখন মীন রাশিতে অবস্থান করছে রাহু। পরের বছর ২০২৫ এর ১৮ মে রাশিচক্র পরিবর্তন হবে। শনির রাশিচক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু । ২০২৬ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে রাহু। রাহুর এই পরিবর্তনে জাতক-জাতিকারা কিছু সুবিধা পাবেন।
মেষ রাশি:
রাহুর মীন থেকে কুম্ভ রাশিতে আগমন মেষ রাশির জাতকদের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে। রাহুর প্রভাবে এই রাশির আয় ও লাভ বাড়তে পারে। আর্থিক লাভের সুযোগ দ্রুত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কাজের ক্ষেত্রে অন্যান্য সুবিধা পেতে শুরু করবেন। ব্যবসায় ভাল চুক্তি সাক্ষরিত হতে পারে। লাভের ভাল সম্ভাবনা আছে। সন্তানরা খুশি থাকবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য শুভ লক্ষণ বলে মনে করা হয়। লাভের সুযোগ বাড়বে। রাহুর প্রভাবে ব্যবসা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তারা আগামী বছরের মধ্যে কিছু সুখবর পেতে পারেন। অসমাপ্ত কাজ গতি পাবে এবং সাফল্য অর্জিত হবে। বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ভ্রমণে যেত পারেন।
ধনু রাশি:
রাহুর রাশির পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে। এই রাশির জাতক - জাতিকাদের সাহসিকতা ক্রমাগত বৃদ্ধি পাবে। সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। কঠিন কাজ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বড় পদ পেতে পারেন। আকস্মিক আর্থিক লাভের সুযোগও বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :