Rahu Transit 2025: মীন থেকে কুম্ভে যাচ্ছে নিষ্ঠুর রাহু ! নাগরদোলার মতো ওঠা-নামা করবে ৩ রাশির জীবন
নতুন বছরে রাহুর রাশি পরিবর্তনের কারণে ক্ষতি হতে চলেছে অনেক রাশির জাতকদের।
জ্যোতিষশাস্ত্রে, রাহুকে ছায়া এবং পাপী গ্রহের হিসেবে গণ্য করা হয়। নবগ্রহদের মধ্যে রাহুকেও স্থান দেওয়া হয়েছে। তবে রাহু গ্রহ প্রতি ১৮ মাসে তার রাশি পরিবর্তন করে। তার জন্য ১৮ মাস অন্তর প্রতি রাশির ওপরই রাহুল প্রভাবে বদল ঘটে। রাহু মানেই ভাগ্যে কালো ছায়া এমন তো নয়। রাহু শুভ ফলও দেয়। তবে জেনে রাখা ভাল আগামী বছর রাহুর অশুভ প্রভাবে ধাক্কা কোন কোন রাশির উপর নেমে আসবে।
রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ২০২৫ সালে রাহু ট্রানজিট হতে চলেছে। নতুন বছরে, রাহু মীন রাশি থেকে বেরিয়ে শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি কুম্ভ থেকে বেরিয়ে আসবে মীনে। রাহু ১৮ মে বিকালসাড়ে ৪ টেয় পরিক্রমণ করতে চলেছে। নতুন বছরে রাহুর রাশি পরিবর্তনের কারণে ক্ষতি হতে চলেছে অনেক রাশির জাতকদের। জেনে নিন কোন সেই রাশি কোনগুলি।
মিথুন রাশি -
মায়াবী গ্রহ রাহুর গমন মিথুন রাশির জাতক দের জন্য সমস্যা তৈরি করতে পারে। যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের এই সময়ে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। ভাগ্যর সহায়তা পাওয়া কঠিন হবে। গোছানো কাজ নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে বিবাদের পরিস্থিতি দেখা দিতে পারে। টেনশনের শিকার হতে পারেন।
সিংহ রাশি-
সিংহ রাশির জাতক জাতিকাদের রাহুর গমনের পর অর্থাৎ ১৮ মে-র পরে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে নানারকম অসুবিধার সম্মুখীন হতে পারেন। প্রয়োজনের তুলনায় ব্যয় বাড়বে, যার কারণে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কেউ নিজেকে প্রতারিত করতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে।
কুম্ভ রাশি -
কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি কঠিন সময় হতে পারে। রাহু এবার কুম্ভ রাশিতে পাড়ি দিচ্ছে। আপনার স্বাস্থ্যের আরও যত্ন নিন। পরিবারে সমস্যা হতে পারে। চাকরিতে অসুবিধা হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে, সব বিষয়ে সচেতন ও সতর্ক থাকা দরকার।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।