আপনার কি সিংহ রাশি ? আচমকা লাভের যোগ ? কেমন যাবে গোটা সপ্তাহ ?
Saptahik Rashiphal Singha : জ্যোতিষশাস্ত্র অনুসারে, 2-8 মার্চ পর্যন্ত সময়ে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে উত্থান নাকি পতন ? কী বলছে সাপ্তাহিক রাশিফল।

Leo Weekly Horoscope 2 to 8 march 2025: সিংহ রাশি চক্রের পঞ্চম রাশি। এই রাশির স্বামী সূর্য গ্রহ। দেখে নেওয়া যাক, সিংহ রাশির (Singha Rashi) জাতক-জাতিকাদের জন্য নতুন সপ্তাহ অর্থাৎ ২ থেকে ৮ মার্চ কেমন থাকবে এবং সমস্যা সমাধানের জন্য এই রাশির জাতক-জাতিকাদের কী করতে হবে।
জ্যোতিষাচার্য পণ্ডিত সুরেশ শ্রীমালি ও অনীশ ব্যাসের থেকে জানুন সিংহ রাশির জাতক-জাতিকাদের সাপ্তাহিক রাশিফল
Singha Saptahik Rashifal 2025
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই সপ্তাহে ভাগ্য সুপ্রসন্ন থাকতে পারে। এই সপ্তাহে এই রাশির সাথে যুক্ত জাতক-জাতিকাদের বড় অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের পদোন্নতির যোগ তৈরি হতে পারে। অন্যদিকে ব্যবসার সঙ্গে জড়িত যাঁরা, তাঁদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। লাভের প্রবল যোগও রয়েছে।
ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কাজে পরিবারের পূর্ণ সহযোগিতা এবং সমর্থনও পাওয়া যাবে। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও লাভ হতে পারে। আপনি কি বিদেশে কর্মজীবনের অগ্রগতি বা ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ? সেক্ষেত্রে আপনার পথে কোনও বাধা এলে দূর হবে। আগামী সপ্তাহে বিদেশি বন্ধুর সহযোগিতায় নতুন কোনও কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।
সপ্তাহের শেষের দিকে সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও শুভ সংবাদ পাওয়া যাবে, যা আনন্দের পরিবেশ তৈরি করবে বাড়িতে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি অনুকূল। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়া যাবে। সুখকর থাকবে দাম্পত্য জীবন।
তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। কোনও পুরনো রোগ বা অসুস্থতার কারণে সমস্যায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না।
বড় সুযোগ হারানোর বেদনা অনুভব করতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ করে সম্পত্তি সংক্রান্ত কোনও বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। অফিসে সতর্ক থাকতে হবে চাকরি করেন যাঁরা। আপনার একটি ছোট ভুল আপনার সুনাম নষ্ট করতে পারে। শত্রুপক্ষের থেকেও সতর্ক থাকতে হবে।
সাপ্তাহিক উপায় : বিষ্ণু সহস্রনাম পাঠের পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















