Shani Astrology : শনি অস্ত যেতেই 'আঁধারে' ৪ রাশি ! ভীষণ বিপর্যয় এড়ানোর শর্ত একটাই
প্রভাব দুর্বল হয়ে পড়লেও শনির প্রভাব কোনও কোনও রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

রাশি পরিবর্তনের আগেই কুম্ভ রাশিতে অস্ত যাবেন শনি। আপাতত কুম্ভতেই অবস্থান করছেন কর্মফলদাতা শনি। কুম্ভ রাশিতেই ২৩ ফেব্রুয়ারি সন্ধেয় অস্ত যাবে শনি। ৬টা ২৩ মিনিটের পর থেকে কয়েকটি রাশির সঙ্কটকাল শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। যে কোনও গ্রহ অস্তমিত অবস্থায় থাকলে তার ক্ষমতা হ্রাস পায় বলে বিশ্বাস অনেকেই। প্রভাব দুর্বল হয়ে পড়লেও শনির প্রভাব কোনও কোনও রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হতে পারে। ২৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৪০ দিন নানা সঙ্কটে পড়তে পারেন চার রাশির জাতকরা।
শনি রোষ থেকে বাঁচতে
শনি ৪০ দিন অস্তমিত থাকবে। এই সময়ে,কয়েকটি পদক্ষেপ অত্যন্ত জরুরি। এই সময় রাগ চেপে রাখা দরকার। প্রকাশে সঙ্কট বাড়বে। শনিদেবের ক্রোধ এড়াতে, দুর্বলদের প্রতি দয়াশীল হওয়া ও অবলা পশুদের প্রতি ক্ষমাশীল হওয়া আবশ্যক। এসময় ঋণ খুব ভেবেচিন্তে নিতে হবে।
অন্যদের অপমান করবেন না। যখন তুমি ঋণ নিবে, তখন কারো টাকা নষ্ট করো না এবং তা ফেরত দিও না। বড়দের সেবা করো। শনিদেবকে খুশি করতে শনিবার শনিদেবকে তেল অর্পণ করুন। রোগীদের সেবা করুন। শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ান এবং তিল ও তেল দান করুন। এছাড়া কিছু ধর্মীয় টোটকাও সহায়ক হতে পারে।
কোন কোন রাশির জাতক - জাতিকাদের থাকতে হবে সাবধানে
এই রাশির জাতক জাতিকাদের শনির সূর্যাস্ত অন্ধকার সময় নিয়ে আসতে পারে। তাই একটু সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচেটাকা পয়সার টানাটানি শুরু হতে পারে। এছাড়া নতুন করে বিনিয়োগ ফেলতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, স্বাস্থ্যের যত্ন নিন। অন্যদিকে আবার সিংহ রাশির জাতক হলে রোজগার কমে যেতে পারে। বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অহংবোধকে মাথায় চড়তে দেবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
