Shani Astrology : আড়াই বছর নাকানিচোবানি খাওয়ায় শনির এই দশা, ২০২৫ দুই রাশির ধইয়া শুরু, আপনিও তালিকায়?
Shani Dhaiya : বর্তমানে শনির অক্ষ কর্কট ও বৃশ্চিক রাশির উপর আছে। এই দুটি রাশিই ২০২৫ সালে শনির প্রভাব থেকে মুক্তি পাবে।
শনির তিনটি দশা সবথেকে কঠিন বলে মনে করা হয়। শনির মহাদশা, যা নাকি চলে ১৯ বছর। সাড়ে সাতি, যা চলে সাড়ে ৭ বছর। আর শনির ধইয়া, যা চলে আড়াই বছর। শনিদেব মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনির ধইয়ার মেয়াদ আড়াই বছর। এই পর্বটি সকলের জন্য বেদনাদায়ক হয়। কিন্তু শনির এই দশাও নির্ঝঞ্ঝাটে কাটতে পারে যদি কেউ ন্যায়নিষ্ঠ জীবনযাপন করেন।
শনি কি ধইয়ার সময়কাল আড়াই বছর। কেউ যদি শনির ধইয়ার প্রভাবে থাকেন, তাহলে তাঁকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সাবধানে থাকতে হবে। ২০২৫ সালের ২৯ মার্চ শনি তাঁর গ্রহ বদল করবেন। জ্যোতিষশাস্ত্র মতে, শনি এবার যাবেন মীন গ্রহে। শনির এই গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ১২ টি রাশির উপরই কিছু না কিছু প্রভাব পড়বে। বর্তমানে শনির অক্ষ কর্কট ও বৃশ্চিক রাশির উপর আছে। এই দুটি রাশিই ২০২৫ সালে শনির প্রভাব থেকে মুক্তি পাবে। তারপর নতুন ২ টি রাশি পড়বে ধইয়ার প্রভাবে।
২০২৫ সালে শনির রাশি পরিবর্তন ঘটবে। কুম্ভ রাশি থেকে মীনে যাবেন শনি। শনির এই গমন খুবই গুরুত্বপূর্ণ, এর ভিত্তিতে শনির সাড়ে সাতি ও ধাইয়া নির্ধারণ হবে। ২০২৫ সালে সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধইয়া শুরু হবে। এই উভয় রাশিচক্রকে শনির নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে।
শনি ধইয়া চললে কয়েকটি বিষয়ে থাকতে হবে খুব সতর্ক
অর্থ বিনিয়োগের সময় সতর্ক থাকুন। যে কোনওরকম আর্থিক লেনদেন নিয়ে সাবধানে থাকতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারও ক্ষতি করবেন না। প্রয়োজনে এগিয়ে আসুন এবং সাহায্য করুন। মাংস এবং মদ্যপান থেকে দূরত্ব বজায় রাখুন। কাউকে বিরক্ত করবেন না। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে, তাই এই সময়ে নিজের যত্ন নিন, অসতর্ক হবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে