Raj Yoga : এ কী খেলা শনির, ২০২৫-এর আগেই বিরল রাজযোগে ৩ রাশির বাম্পার লাভ !
Shani Astrology :জ্যোতিষশাস্ত্রে শশ রাজ যোগকে রাজ যোগ হিসাবে বিবেচনা করা হয়। এই রাজযোগ অনেকগুলি রাশির সৌভাগ্যে আনবে জোয়ার।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি এবং বৃহস্পতির স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতিকে ভাগ্য, বিবাহ এবং সুখের কারণ হিসাবে মনে করা হয়। শনিকে ন্যায়বিচারের দেবতা বলা হয়। তমনে করা হয়, অতি নিষ্ঠুর তিনি। শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনি প্রতি আড়াই বছর পর তার রাশিচিহ্ন পরিবর্তন করে। শনি ১২ টি রাশি ঘুরতে ৩০ বছর সময় নেয়। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। ২০২৫ সালে শনি কুম্ভ থেকে মীন রাশিতে যাত্রা করবে।
শনি কুম্ভ রাশিতে শশ রাজ যোগের তৈরি করেছিল। জ্যোতিষশাস্ত্রে শশ রাজ যোগকে রাজ যোগ হিসাবে বিবেচনা করা হয়। এই রাজযোগ অনেকগুলি রাশির সৌভাগ্যে আনবে জোয়ার।
বৃষ রাশি
শশ রাজ যোগ বৃষ রাশিকে রক্ষা করবে সর্বক্ষণ। ২০২৫ সাল পর্যন্ত কোনও সমস্যায় পড়তে হবে না এই রাশির জাতকদের। কর্মজীবনে কোনো বাধা থাকবে না। এছাড়াও ভালো সুবিধা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা, চাকরিতে উন্নতি হবে।
মকর রাশি
রাজ যোগ গঠনের সঙ্গে সঙ্গে মকর রাশিও উপকার পাবে। এই রাশির ১১ তম ঘরে রাজ যোগ রয়েছে। ২০২৫ সাল অবধি এই রাজ যোগ দ্বারা উপকৃত হবেন এই রাশির জাতকরা। সম্পদ বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারেন। শনির কৃপা সর্বদা শ্রমজীবীদের জন্য থাকবে।
কুম্ভ রাশি
শনি কুম্ভ রাশিতে থাকায় তৈরি হয়েছে শশ রাজযোগ। এই রাশির বিয়ে সংক্রান্ত ঘরে রাজযোগ সৃষ্টি হয়েছে। তাই শনি মীন রাশিতে না যাওয়া পর্যন্ত কুম্ভ উপকৃত হবে এই রাজযোগ থেকে। এছাড়াও, এই সময়ে পরিবার, চাকরি, পেশা সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা