Shani Dev: জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে শনি ? সর্বস্বান্ত হওয়ার আগে এই কাজগুলি করে নিন !
Astrology: শনির কারণে ব্যবসায় সমস্যা, চাকরি হারানো, কাজে বাধা, পদোন্নতিতে বাধা ও ঋণের মতো সমস্যার সম্মুখীন হতে হয়।
নয়াদিল্লি : জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি জন্মকুণ্ডলীতে শনি শুভ স্থানে থাকে তাহলে একজন দরিদ্র ব্যক্তিও ধনী হয়। শনিদেবের আশীর্বাদে জীবন ধন, সম্পত্তি এবং বিলাসিতায় ভরে ওঠে। কিন্তু শনি যদি অশুভ স্থানে অবস্থান করে তবে শনি দোষ দেখা দেয়। যে কারণে মানুষের জীবনে অনেক সমস্যা দেখা দিতে শুরু করে। শনির কারণে ব্যবসায় সমস্যা, চাকরি হারানো, কাজে বাধা, পদোন্নতিতে বাধা ও ঋণের মতো সমস্যার সম্মুখীন হতে হয়।
শনি অশুভ থাকলে কী হতে পারে ?
জ্যোতিষ শাস্ত্র মতে, শনির অশুভ প্রভাবে মানুষ তার বাহন সুখ হারায়। বাড়িতে থাকা গাড়ি বিক্রির পরিস্থিতি তৈরি হতে পারে। শনি অশুভ হলে পরিশ্রমের ফল পাওয়া যায় না। চাকরিতে সমস্যা এবং ছোটখাটো বিষয়ে বাড়িতে বিবাদ লেগে থাকে। শনির কারণে শেষ হতে যাওয়া কাজে বাধা আসে, ঋণের বোঝা বাড়ে, বাড়িতে আগুন, বাড়ি বিক্রি বা তার কোনও অংশ ভেঙে পড়া ইত্যাদিও ঘটতে পারে।
এই উপায়গুলিতে শনির দুষ্প্রভাব থেকে বাঁচুন-
প্রতি শনিবার একটি লোহার পাত্রে গোটা উরদ, কালো ছোলা এবং সরিষার তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটি কালো কাপড়ে মুড়ে কপালে লাগিয়ে দান করা শুরু করুন, এতে শনি দোষ কমে যায়।
শনিবার শনিদেবের ঐশ্বরিক মন্ত্র জপ করলে ভয়মুক্ত থাকা যায়।
শনিদেবকে প্রসন্ন করতে শনিবার উপবাস রাখতে হবে এবং গরিবদের সাহায্য করতে হবে। এতে জীবনের ঝামেলা দূর হতে শুরু করে।
শনির বর্তমান অবস্থান -
শনিদেব ২৯ জুন, ২০২৪ তারিখে কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছেন এবং পরবর্তী ৫ মাস এই অবস্থানে থাকবেন। এর পরে, ১৫ নভেম্বর এটি কুম্ভ রাশির দিকে অগ্রসর হবে। শনিদেব, বিপরীতমুখী বা প্রত্যক্ষ, সমস্ত রাশিকে শুভ ও অশুভ ফল দেন।
শনিদেব যখন তার নিয়মিত চলমান পথ দিয়ে চলার সময় পূর্বের গ্রহের তুলনায় ঊর্ধ্বমুখী হয়ে যান, তখন তাকে শনি বক্রী বলা হয়। শনির বিপরীতমুখী প্রভাব বিভিন্নভাবে সমস্ত রাশির জীবনকে প্রভাবিত করে। কিন্তু বিশেষ করে যে সকল রাশির উপর শনির সাড়েসাতি বা ধইয়া চলছে, শনি পশ্চাদপসরণ করে সর্বোচ্চ শাস্তি দেয়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে