এক্সপ্লোর
Advertisement
Shani : শনিবার আসার আগেই প্রস্তুত হোন এই নিয়ম পালনের জন্য, সব দুর্দশা দূর হবে
শনিদেবের আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর হয়। কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করলে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়।
Shani Effect : শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবকে খুশি করার জন্য নানাভাবে পুজো করেন ভক্তরা। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। যে ব্যক্তি ভালো কাজ করেন তাঁকে শনি শুভ ফল দেন। যিনি খারাপ কাজ করেন তাঁর শাস্তি হয়। শনিদেবের আরাধনা করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ দূর হয়। কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করলে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়। এই রীতিগুলি সব সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আসুন জেনে নিই এই ব্যবস্থাগুলো সম্পর্কে।
- যদি শনিদেবের অশুভ দৃষ্টি থাকে, তবে উভয় খাবারেই কালো নুন এবং কালো মরিচ ব্যবহার করা উচিত। শনিবার বানরকে ভাজা ছোলা খাওয়ালে উপকার পাওয়া যায়। এর পাশাপাশি মিষ্টি রুটিতে তেল মাখিয়ে কালো কুকুরকে দিলেও শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়।
- শনির অশুভ অবস্থা চললে শনিবার মাংস খাবেন না। মদ্যপান করবেন না। শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে প্রতিদিন পুদো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায় জপ করুন।
- একটি লোহার পাত্রে সরিষার তেল ভরে ঘরের অন্ধকারে একটি তামার মুদ্রা রাখুন। এতে শনির অবস্থার উন্নতি হয়।
- শুক্রবার রাতে ৮০০ গ্রাম কালো তিল জলে ভিজিয়ে রাখুন এবং ৮ টি লাড্ডু পিষে এবং শনিবার সকালে গুড়ের সঙ্গে মিশিয়ে একটি কালো ঘোড়াকে খাওয়ান। আটটি শনিবার এই রীতি পালন করলে শনির আশীর্বাদ পাওয়া যায়।
- শনির অশুভ প্রভাব দূর করতে শনিবার একটি কালো গরুকে খাওয়ান। এর জন্য প্রথমে একটি রুটি খাওয়ান, সিঁদুরের তিলক লাগান, তারপর লাড্ডু খাইয়ে প্রণাম করুন।
- প্রতি শনিবার বট ও পিপল গাছের নিচে সূর্যোদয়ের আগে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে খাঁটি কাঁচা দুধ অর্পণ করুন ও ধূপ দিন। শনিবার, আপনার হাতের দৈর্ঘের একটি কালো সুতো নিন এবং মালা হিসাবে আপনার গলায় পরুন।
- শনিবার সন্ধ্যার পর পিপল গাছে মিষ্টি জল নিবেদন করুন। এর পর সরিষার তেলের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে সেখানে বসে হনুমান, ভৈরব ও শনি চালিসা পাঠ করুন। এতে শনিদেব দ্রুত খুশি হন।
- ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement