Shani in Rahu House: রাহুর ঘরে শনি! ক'দিনের মধ্যেই টাকার বৃষ্টি এই পাঁচ রাশিতে! পিছু হঠবে শত্রুরা
Lucky Zodiac Signs: গ্রহের চলাচলে প্রভাব পড়ে রাশিতে। তার জেরেই কোনও কোনও রাশির জাতক-জাতিকারা ফুলেফেঁপে ওঠেন।
![Shani in Rahu House: রাহুর ঘরে শনি! ক'দিনের মধ্যেই টাকার বৃষ্টি এই পাঁচ রাশিতে! পিছু হঠবে শত্রুরা Shani dev will enter rahu house these zodiac signs will get huge benefit in money matter and love life shani astrology Shani in Rahu House: রাহুর ঘরে শনি! ক'দিনের মধ্যেই টাকার বৃষ্টি এই পাঁচ রাশিতে! পিছু হঠবে শত্রুরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/15/2ba479cd68138a889b882fd7efb8d8071721049143732385_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রচলিত বিশ্বাস, শনি মহারাজের সুদৃষ্টি যাঁর উপর পড়ে তাঁর অগ্রগতি কেউ ঠেকাতে পারে না। যেখানেই তিনি হাত দেন, সেটাই পরিণত হয় সোনায়। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, শীঘ্রই রাহুর ঘরে প্রবেশ করবেন শনিদেব।
শনিদেবকে সময় এবং ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। শনি এখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, শীঘ্রই প্রবেশ করবে শতভিষা নক্ষত্রে। এই নক্ষত্র পরিবর্তনের কারণেই সরাসরি প্রভাব পড়বে ৫ রাশির উপর (Rahu Transit in Shani dev)। ওই পাঁচটি রাশির জাতকদের জীবনে আমূল পরিবর্তন আসবে। রাহু শতভিষা নক্ষত্রের অধিপতি। এর অর্থ রাহুতে আসতে চলেছেন শনিদেব। অক্টোবরেই শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন হবে।
মেষ রাশি:
এই সময় শনির প্রভাবে আপনি অন্যদের চেয়ে বেশি সাহসী হয়ে উঠবেন। আয় বৃদ্ধি পাবে, পরিকল্পনা সফল হওয়ার আপনার মন খুশি হবে। এই সময় নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন।
কর্কট রাশি:
শনির প্রভাবে আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। যাঁরা পেশায় ব্যবসায়ী, তাঁদের ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। যে কোনও খাতে আপনার টাকা বাকি থাকলে, তা আপনার হাতে দ্রুত পৌঁছে যাবে। সুখ আসবে জীবনে। নিজের কথার জাদুতে বাকিদের মুগ্ধ করতে পারবেন।
সিংহ রাশি:
এই রাশির জাতকদের যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সাফল্য নিশ্চিত। লাভ হবে ব্যবসায়ীদেরও। পরিচিত জায়গায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। ধর্মীয় কর্মসূচিতে আপনার তৎপরতা বৃদ্ধি পাবে। কোনওক্ষেত্রে শাসনকার্যে আপনি থাকলে আপনি এর থেকে পূর্ণ সুবিধা পেতে পারেন।
ধনু রাশি:
আপনার জীবনযাত্রায় দ্রুত পরিবর্তন আসবে। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক উন্নতি হবে, তার সঙ্গেই ব্যবসাতেও অগ্রগতি হবে। আপনি পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন
কুম্ভ রাশি:
শনির প্রভাবে নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। সুখ-শান্তি বৃদ্ধি পাবে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। জমে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। ব্যবসায় উন্নতি হবে এবং আয় বৃদ্ধি পাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শীর্ষ আদালতে ফের স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)