DA Case: শীর্ষ আদালতে ফের স্থগিত DA মামলার শুনানি, আরও সময় চাইল রাজ্য
Dearness Allowance Adjourns:সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে শুনানি এখনও জানায়নি সুপ্রিম কোর্ট
কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা (da dearness) দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। 'DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী', DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও জানায়নি সুপ্রিম কোর্ট। দীর্ঘ শুনানির জন্য নতুন করে তারিখ ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।
আজ কোর্ট নম্বর ৬-এ শেষ মামলা ছিল ডিএ নিয়ে। সেই সময় রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান এটার দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন রয়েছে। তাই অন্য একটি দিন দেওয়া হলে দীর্ঘ শুনানির জায়গা থাকবে। তখন মামলাকারীদের আইনজীবী জানান, বহু কর্মচারী অপেক্ষা করছেন ডিএ নিয়ে, আপাতত অন্তর্বতীকালীন রায় তাঁদের পক্ষে রয়েছে- তাই ডিএ দেওয়া হোক। সেই সংক্রান্ত কথা হয়। তারপরেই বিচারপতি জানান অন্য সময় দীর্ঘ শুনানি হবে। তবে এখনই অন্য কোন দিন শুনানি হবে তা স্থির করা হয়নি।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, '২০০৯ সালে রোপার বকেয়া নিয়ে মামলা। সেই টাকা রাজ্য সরকার, ফিনান্স কমিশন এবং গ্র্যান্ট ইন এইড-এর মাধ্যমে ১০ লক্ষ কর্মচারীর পুরো টাকাই পেয়ে গিয়েছে। তারপরেও রাজ্য সরকার বলছে এই টাকা দিয়ে সরকার দেউলিয়া হয়ে যাবে। এইভাবে এমন তথ্য নিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার।'
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদের জের, দেগঙ্গায় নৃশংসভাবে খুন ব্যক্তি