Shani Margi 2024: বড়ঠাকুরের আশীর্বাদে প্রেমে আনন্দ, খাতা খুলবে লাভের; ৩ রাশিকে সুখে ভরিয়ে দিতে আসছে শনি
Astrology: শনিদেবকে বলা হয় কলিযুগের বিচারক। ১৫ নভেম্বর শনির গতি পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা : ন্যায়ের দেবতা শনিদেব মহারাজ শীঘ্রই তাঁর রাশি পরিবর্তন করতে চলেছেন। নভেম্বর মাসে শনির এই রাশি পরিবর্তন ঘটতে চলেছে। শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বসে আছে। ২৯ জুন ২০২৪-এ শনি কুম্ভ রাশিতে বক্রি হয়েছিল। ১৫ নভেম্বর শনি কুম্ভ রাশিতেই মার্গি হবে। অর্থাৎ নিজের গতিপথ বদলাবে। ওইদিন শনি সন্ধে ৫টা ১১ মিনিটে সরাসরি কুম্ভ রাশিতে বক্রি থেকে মার্গি হবে।
শনিদেবকে বলা হয় কলিযুগের বিচারক। ১৫ নভেম্বর শনির গতি পরিবর্তনের ফলে অনেক রাশির জাতকদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অনেক রাশির ঝামেলা দূর হবে। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী...
মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতকরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে চলতে থাকার সমস্যার অবসান হবে। দীর্ঘদিনের ঝামেলা দূর হবে এবং আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমে সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কাটাতে পারেন, সম্পর্কের উন্নতি হবে।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতক জাতিকাদের শনি মার্গিতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আপনি গতি পাবেন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে তা থেকে মুক্তি পাবেন। পরিশ্রমের সুফল পাবেন।
কুম্ভ রাশি (Kumbha Rashi)- কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের বক্রি থেকে মার্গি হওয়া শুভ হবে। আপনার ঝামেলা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। কুম্ভ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি ও সুখ থাকবে।
২০২৫ সালে শনি যখন রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশির যাত্রা বন্ধ করার পরে, এটি মীন রাশিতে স্থানান্তরিত হবে। তারপরে মেষ রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। অন্যদিকে সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি মীন রাশিতে শুরু হবে এবং কুম্ভতে সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে