Mohammed Shami: SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বলেন, 'দেব, মহম্মদ সামিদের ডাকা হয়েছে শুনানিতে। ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।'

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: SIR-এর শুনানি পর্বেও নানা অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে ডেকে পাঠানো হয় ক্রিকেটার মহম্মদ সামিকে। যদিও তিনি আসতে পারবেন না বলেই জানান হয়েছে পরিবারের তরফে। খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। বিজয় হাজারে ট্রফি খেলতে বর্তমানে রাজকোটে আছেন মহম্মদ সামি।
কিন্তু কেন ডাক পেলেন এই ক্রিকেটার? জানা গিয়েছে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার।
কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বলেন, 'দেব, মহম্মদ সামিদের ডাকা হয়েছে শুনানিতে। ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। দেব একদিকে অভিনেতা, আরেকদিকে সাংসদ, তাঁকেও ডেকে পাঠানো হয়েছে। আর কিছু বলার নেই। কাউন্সিলর আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে উদ্যোগী হবেন তিনি। পাশাপাশি শাসকদলের বিএলএ এবং বিএলএ-২-রাও শামিকে এসআইআরের শুনানিতে সহযোগিতা করবেন।
ঘরোয়া ক্রিকেটে বিজয় হজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে বর্তমানে রাজকোটে রয়েছেন শামি। ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা। তার পর বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে, সে ক্ষেত্রে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে। মাঝে ৯-১১ জানুয়ারি পর্যন্ত তাঁর কাছে এসআইআরের শুনানিতে হাজিরা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের একটি সূত্র।
এদিকে, এবার SIR শুনানিতে নোটিস পেলেন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানা গেল তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে। শুনানিতে ডাক পেলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা। দেব ছাড়াও ডাকা হয়েছে তাঁর পরিবারের আরও ৩ জনকে। এখন দেখার তাঁরা হাজিরা দেন কিনা । সূত্রের খবর, তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।






















