Shani Margi : ৩ রাশির উপর শনির কড়া নজর, বাড়িতেই বাঁধবে ধুন্ধমার, বেগ দেবে আর্থিক টানাটানি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ন্যায়ের দেবতা শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় রয়েছে। ১৫ নভেম্বর থেকে শনি সরাসরি গতিতে থাকবে।
ন্যায়ের দেবতা শনি ১৫ নভেম্বর থেকে প্রত্যক্ষ গতিতে যাবেন। শনির এই সরাসরি চলনে কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুসময় শুরু হবে । আবার কারও কারও জীবনে আসবে কঠিন চ্যালেঞ্জ। জীবন কষ্টে ভরে যাবে। এঁদের থাকতে হবে সাবধানে।
ন্যায়ের দেবতা শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে পশ্চাৎপদ গতিতে আছে। শনি এখন পিছু হাঁটছে। দীপাবলির ১৫ দিন পরে শনি সরাসরি দিকে অগ্রসর হতে চলেছে। কেউ চট করে শনির প্রভাব থেকে রক্ষা পায় না।
শনি যদি সদয় হন তবে জীবন শান্তিতে ভরে উঠবে। শনি মহারাজ যদি কারও প্রতি সদয় না হন, জীবন হাজারো সমস্যায় ভরে যাবে। ন্যায়ের দেবতা শনি জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ন্যায়ের দেবতা শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় রয়েছে। ১৫ নভেম্বর থেকে শনি সরাসরি গতিতে থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শনি মার্গী সম্পত্তি সংক্রান্ত সমস্যা ডেকে আনতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মজবুদ হবে। আকস্মিকভাবে নানা অশান্তি আসবে। জীবনে গুরুতর সমস্যা আসতে পারে। কর্কট রাশির জাতকদের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা শুরু হতে পারে।তবে আপনার অফিসে আপনার কাজের অনেক প্রশংসা করা হবে। বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা করুন
মীন রাশি
এই রাশির জাতকদের জন্য, শনি প্রত্যক্ষ হওয়ায় তাদের জীবনে সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজ ধীর গতিতে এগোবে। নিজেকে স্থাবির মনে হতে পারে। মানসিকভাবেও বিপর্যস্ত হতে পারেন। কঠোর পরিশ্রম করলেই জীবনে সফলতা আসবে। আপনার পারিবারিক জীবনের দিকে মনোযোগ দিতে হবে।
মকর রাশি
শনি মার্গী মকর রাশির জাতকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। বিনিয়োগও প্রভাবিত হবে। ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন আসবে। শ্বশুরবাড়ির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। সম্পর্ককে আরও শক্তিশালী করতে আপনাকে একে অপরকে বুঝতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।