Shani Effect: আগামী বছরেই এই রাশিতে শুরু শনির সাড়ে সাতি, নিতে হবে চরম সতর্কতা
Shani Sade Sati: কবে থেকে শুরু হতে চলেছে এই সাড়ে সাতির প্রভাব?
কলকাতা: শনির সাড়ে সাতি অবস্থাটিকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয়। শনির সাড়ে সাতিতে থাকলে কোনও ব্যক্তি প্রবল অসুবিধায় পড়তে পারেন। নানা সমস্যা ও অসুবিধার মধ্যে পড়তে হয়।
কিন্তু শনির সাড়ে সাতি কী?
শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় নেয় শনি। এখন শনি কুম্ভ রাশিতে রয়েছে। শনির সাড়ে সাতি স্থায়ী হয় সাড়ে সাত বছর। শনিদেব যখন সাড়ে সাত বছর কোনও রাশিতে অবস্থান করেন তখন তাঁকে বলা হয় সাড়ে সাতি। আড়াই বছরের তিনটি পর্যায়ে গোটা সাড়ে সাতি সঞ্চালিত হয়।
কবে মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হবে?
আগামী বছর ২০২৫ সালে মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে। ২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে। শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি ২৯ মার্চ, 2025-এ মীন রাশিতে প্রবেশ করবে। এই দিন থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। মেষ রাশিতে শনির সাড়ে সাতি ৩১মে ২০৩২ সাল পর্যন্ত চলবে, অর্থাৎ আগামী সাড়ে সাত বছর। দ্বিতীয় পর্বটি মীন রাশির জাতকদের জন্য এবং তৃতীয় এবং শেষ পর্বটি কুম্ভ রাশির জাতকদের জন্য থাকবে। এখন মকর, কুম্ভ ও মীন রাশিতে শনির সাড়ে সাতি চলছে।
মেষ রাশির উপর কী প্রভাব পড়বে?
শনির সাড়ে সাতি শুরু হওয়ার পরে মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২৫ সালের ২৯ মার্চ থেকে খুব সাবধানে থাকতে হবে। এই সময়ে আপনি আপনার চাকরিতে সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ নয়, তাঁরা মানসিকভাবে অস্থির থাকতে পারেন। আপনি আপনার চাকরি হারাতে পারেন অথবা আপনার আয় হ্রাস পেতে পারে। লোকের সঙ্গে তর্ক হতে পারে, যার কারণে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। এইসময় নিজের ব্যয় নিয়ন্ত্রণ করুন, কারণ খরচ প্রয়োজনের চেয়ে বেশি হতে পারে। নিজের টাকা নিরাপদে রাখুন, আপনি টাকা হারাতে পারেন।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে তা উল্লেখ করা জরুরী ABPLive.com তথ্যের কোনো অনুমোদন বা যাচাই গঠন করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অস্ত্র সাপের বিষ ভরা ইঞ্জেকশন? বিমার টাকা হাতাতে ভয়াবহ পদ্ধতিতে স্ত্রীকে 'খুন' স্বামীর