দুর্গাপুজো থেকে বড়দিন, রাহুর নক্ষত্রে শনি, খুলে যাবে ৫ রাশির ভাগ্যের সিংহদুয়ার
দুর্গাপুজো থেকে বড়দিন। এই সময়টা ৫ টি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ মনে করা হচ্ছে।
শনি বিচারক দেবতা। তিনি সকলকে কর্মফল অনুসারেই ফল দেন। তাই শনির প্রত্যেকটি অবস্থানই প্রতিটি রাশিকে কোনও না কোনও ভাবে প্রাভাবিত করে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী। অক্টোবর মাসে, শনি তার নক্ষত্র পরিবর্তন করবে। আগামী ৩ অক্টোবর, শনি রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনির এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করবে। শনি ২৭ ডিসেম্বর পর্যন্ত শতভিষা নক্ষত্রেই অবস্থান করবে। শনি প্রায় ৩ মাস রাহুর নক্ষত্রে থাকবে। এই সময়টি কয়েকটি রাশির জন্য উপকারী হবে।
দুর্গাপুজো থেকে বড়দিন। এই সময়টা ৫ টি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে এই রাশির জাতক জাতিকাদের । কোন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে এই সময়ে চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি - মেষ রাশির জাতক জাতিকারা শনির নক্ষত্র পরিবর্তনের ফলে অনেক উপকৃত হবেন। এই সময়ে এই রাশির জাতকদের সব কাজ সফল হবে। এই সময়ের মধ্যে আপনার কোনো আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে। বিনিয়োগের দিক থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা এই রাশির জাতকদের জন্য ভালো। এই সময়ে, আপনার স্বাস্থ্য ভাল থাকবে । ব্যবসাতেও ভাল লাভ হবে। চাকরিতে কোনও সুখবর পেতে পারেন। অর্থের প্রবাহও ভালো থাকবে।
বৃষ রাশি - বৃষ রাশির জাতকরা শনির নক্ষত্র পরিবর্তনের ফলে সৌভাগ্যের মুখ দেখবেন। এই সময়ের মধ্যে আপনি কর্মজীবনে নানা উন্নতির মুখ দেখবেন। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। তাই চোখ কান খোলা রাখতে হবে। ব্যবসায় ভাল লাভ পেতে পারেন। বিবাহিত জীবনের নানা সমস্যা আসলেও, তা চলে যাবে। সঙ্গীর সঙ্গে সুখে থাকবেন। বাড়ির সদস্যদের মধ্যে কোনও বিবাদ থাকলে তাও এই সময়ের মধ্যে শেষ হবে।
মিথুন রাশি - এই রাশির জাতকরা যদি বিবাহিত না হন তবে এই সময়টা বিয়ের সম্বন্ধ দেখতে পারেন। মন মিলে যেতে পারে। সাফল্য পেতে পারেন চাকরিজীবীরা। অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজতে ব্যস্ত থাকবেন। মানসিক চাপ বাড়তে পারে। শনিদেবের রোষে অনেকেই আর্থিক সমস্যায় পড়েন। মিথুনের জাতক হলে এই সময় সঞ্চয়ে মন দিতে হবে। এই ট্রানজিটে সময়ে খরচ নিয়ন্ত্রণ করতে হবে।
কুম্ভ রাশি - শনি বর্তমানে এই রাশিতে অবস্থান করছে। শনি এই রাশির অধিপতি। আর্থিক লাভ হতে পারে শনির কৃপায়। ভাল সময় এটি । শনিদেবের কৃপায় বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা অর্থ পরিশোধ হয়ে যাবে। ব্যবসায় নতুন যোগাযোগের মাধ্যমে আপনার আয় বাড়তে পারে। মধ্যস্থতাকারীর ভূমিকায় সফল হতে পারেন।
ধনু রাশি - শনির নক্ষত্র পরিবর্তনে ধনু রাশির জাতকরা খুব উপকৃত হবেন। আপনার দীর্ঘদিনের পড়ে থাকা কাজগুলি সম্পন্ন হবে। ব্যবসায় ভাল লাভ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। সরকারি কাজ শীঘ্রই শেষ হতে পারে। যাদের বিয়েতে দেরি হচ্ছে, তাদের এই সময়ের মধ্যে ঠিক হয়ে যেতে পারে।এই রাশির জাতকরা আকস্মিক ভাবে কিছু সম্পদ পেতে পারেন এবং আয়ের আরও উৎসও আবিষ্কৃত হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।