Shani Dev : পিছন দিকে হাঁটছেন শনি, একটা ভুলেই হবে সর্বনাশ, হোঁচট খাবেন বড়ঠাকুরের রোষে
Shani Dev : শনি তাঁর বিপরীতমুখী অবস্থায় কষ্টে থাকেন, এমন পরিস্থিতিতে কেউ তাঁকে উত্যক্ত করলে তিনি তাঁকে ছাড়েন না।
Shani Dev Astrology : শনিদেবের ক্রোধ ভয়ানক। আগস্ট মাসে এখন শনি উল্টো পথে চলছে। তাই শনিকে উত্যক্ত করলে কপালে জুটতে পারে হয়রানি। জ্যোতিষশাস্ত্র বলে, শনি যদি পশ্চাদগামী থাকে, তাহলে নাকি তাঁর মেজাজ এমনিই ভাল থাকে না। এই সময়ে শনি মহারাজকে সমঝে চলা দরকার। কারণ কারও মেজাজ খারাপ থাকাকালীন, যদি তাঁকে আরও চটিয়ে দেওয়া হয়, তাহলে তিনি আরও রেগে যান। শনি যখন পিছন দিকে হাঁটেন, জ্যোতিষশাস্ত্রের মতে এই সময় শনির মেজাজ ভাল থাকে না। মনে করা হয়, শনির পায়ে ব্যথা হয় । শনিদেবের পায়ে ব্যথার কারণে পিছু হাঁটতে খুব কষ্ট হয়। এই কারণেই বলা হয় যে শনি তাঁর বিপরীতমুখী অবস্থায় কষ্টে থাকেন, এমন পরিস্থিতিতে কেউ তাঁকে উত্যক্ত করলে তিনি তাঁকে ছাড়েন না।
শনি ন্যায়ের দেবতা। ভগবান শিব শনিদেবকে কলিযুগের বিচারকের পদ দিয়েছেন। কলিযুগে, শুধুমাত্র শনিই কর্মের ভিত্তিতে সকলকে ফল প্রদান করে। শনি মনে করেন, ধনী হতে গেলে অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে। যারা কঠোর পরিশ্রম করে না, তারা শনির আশীর্বাদ পায় না। শনিদেবকে তাঁর পশ্চাদগতির সময় চটানো একেবারেই ঠিক নয়।
জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, প্রতারণা একেবারেই পছন্দ করেন না বড়ঠাকুর। শনি সৎ ও পরিশ্রমী মানুষকে বেশি ভালবাসেন। যারা নিজের সুবিধার জন্য ভাই-বোন, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ভৃত্য বা দুর্বল মানুষকে ঠকায়, শনি তাদের উপর ক্রুদ্ধ হন। অন্যদের অপমান করলে শনিদেব রেগে যান। ক্ষমতার অপব্যবহার করলে জীবনে অনেক সমস্যা তৈরি করেন বড়ঠআকুর।
শনির এখন বক্রী চলছে (Sani Vakri 2024)। শনি ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীত দিকে চলবে। এই সমে এমন কোনও কাজ করা ঠিক নয়, যাতে শনি রেগে যান। শনির প্রভাবে কর্মজীবন ও চাকরিতে সমস্যা হতে পারে। তাই শনিবার শনিদেবকে কালো তিল নিবেদন করলে তিনি প্রসন্ন হতে পারেন। শনিদেব ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীত দিকে যাবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে শনির রাগ হয়। শনির প্রভাবে কর্মজীবন ও চাকরিতে সমস্যা হতে পারে।
বিশেষ সতর্ক থাকুন, কর্কট রাশি হলে। এই রাশির জাতকদের শনির ধাইয়া চলছে। এমন পরিস্থিতিতে ভুল করেও এমন কিছু করবেন না যাতে শনি মহারাজ শাস্তি দিতে বাধ্য হন। শনি রাগান্বিত হয়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারেন। এছাড়াও কুম্ভ রাশিকে থাকতে হবে সতর্ক। এই রাশিরও চলছে সাড়ে সাতি। যদি ভুল কাজ করেন তবে শনিদেব অন্যদের চেয়ে বেশি কষ্ট দেবেন। শনির ক্রোধ থেকে বাঁচতে গরীবদের সাহায্য করুন। ন্যায়ের পছেই থাকুন।