Shani Dev: যেমন কর্ম তেমন ফল! কোন কোন অবস্থানে চরম শাস্তি দেবেন শনি? সতর্ক থাকবেন কারা?
Shanidev 2024: জীবনে শনির দশা কাটাতে ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করতে পারেন। এতেও লাভ হতে পারে।
![Shani Dev: যেমন কর্ম তেমন ফল! কোন কোন অবস্থানে চরম শাস্তি দেবেন শনি? সতর্ক থাকবেন কারা? Shanidev As the work is the result Saturn will punish the extreme in any position Who will be careful Shani Dev: যেমন কর্ম তেমন ফল! কোন কোন অবস্থানে চরম শাস্তি দেবেন শনি? সতর্ক থাকবেন কারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/31/bd83e19644cd24e281b247ce4bbe73b91725108218636223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শনিবার হল শনির দিন। শাস্ত্র মতে, বেশ কিছু কাজ করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি হলেন কর্মফলের দেবতা। সেই কারণেই শনির দশা যার চলে, তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয়। আসলে শনি হল কর্ম ঘরের অধিপতি, তাই শনির শুভ প্রভাবে জীবনে খুব ইতিবাচক ফল পাওয়া যায়। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হওয়ার কারণে জীবনে উন্নতি-অবনতি ঘটতে পারে।
জীবনে শনির দশা কাটাতে ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করতে পারেন। এতেও লাভ হতে পারে। শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা শমী গাছ রোপণ করে প্রতিদিন এই গাছের পুজো করতে পারেন। শাস্ত্র মতে, শনিবার মিথ্যে কথা বললে শনিদেব রুষ্ট হন।তাই এই দিন কোনও খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন।
শনিদেব কখন শাস্তি দেন?
রাশিফলের প্রধান গ্রহ হিসেবে জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান জেনে আন্দাজ করা যায় যে শনি গ্রহ জীবনে কতটা ফল দিতে চলেছে। শনির বিশেষ দশা আছে যেগুলোতে শনি (শনিদেব) শুভ-অশুভ ফল দেন, এই ধাপগুলো নিম্নরূপ-
শনির সাড়ে সাতি
শনি ধইয়া
শনির পানোতি
শনির মহাদশা
শনির অন্তরদশা
শনির প্রত্যন্তর দশা
শনি অষ্ট
শনি উদয়
শনি ভাক্রি
শনি মার্গী
শনি গোচর
আরও পড়ুন, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে রাশিচক্রে চরম প্রভাব? কোন কোন রাশিকে সতর্ক হতে হবে?
শনিদেবের এই দশায় একজন মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। তাই উপরোক্ত পরিস্থিতির যে কোনো একটি চললে ব্যক্তিকে আরও সতর্ক হতে হবে। কারণ এই অবস্থায় শনি বেশি কার্যকরী। রাশিতে শনি দেবের অবস্থান যাই হোক না কেন শনিদেব অযথা আপনাকে কখন বিরক্ত করে না। যদি ব্যক্তি সঠিক পথে চলে। শনি তার প্রতি সদয় থাকেন।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)