Sukhra Gochor 2024: তুলা রাশিতে শুক্রের প্রবেশ! ধন-দৌলতে উপচে পড়বে এই ৫ রাশির ভাগ্য
Lucky Zodiac Sign: শুক্রের গমনে কোন কোন রাশির ভাগ্য সোনার মতো চমকাবে?
কলকাতা: সম্পদ, বিলাসিতা, সুখ, প্রেমের জন্য দায়ী গ্রহ শুক্র সম্প্রতি তুলা রাশিতে প্রবেশ করেছে। তুলা রাশির অধিপতিও শুক্র গ্রহই। তাই তুলা রাশিতে শুক্রের এই গমন বিশেষ গুরুত্বপূর্ণ।
তুলা রাশিতে শুক্রের প্রবেশ সবকটা রাশি অর্থাৎ ১২টি রাশিকেই প্রভাবিত করবে। কিন্তু তার মধ্যেও পাঁচটি রাশি এমন থাকবে যাঁদের উপর ঝরে পড়বে আশীর্বাদ। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ওই ৫টি রাশির জাতকদের ওপর। শুক্র এবং মা লক্ষ্মী এই রাশির জাতকদের প্রচুর সম্পদ এবং বিলাসবহুল জীবন দেবে। এই ব্যক্তিরা ১৩ অক্টোবর, ২০২৪ এর আগে বড় সুবিধা পেতে পারেন। অর্থাৎ এবারের দুর্গাপুজোর মধ্যেই ভাগ্য চমকাবে এই পাঁচ রাশির জাতকদের।
মেষ রাশি:
মেষ রাশির জাতকদের জন্য শুক্র উপহারের ডালি সাজিয়ে আনবে। এই রাশির জাতকদের জীবনে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। অবিবাহিতরা প্রেমের সঙ্গী পাবেন।
বৃষ রাশি:
শুক্র গ্রহ বৃষ রাশির অধিপতি। সেই কারণেই শুক্র গ্রহ সাধারণত বৃষ রাশির জাতকদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করে। শুক্রের এই গমন এই রাশির জাতকদের জন্য প্রচুর সুবিধা প্রদান করতে পারে। সম্পদ বৃদ্ধি পাবে। জীবনে বড় পরিবর্তন আসবে। সুখ-সমৃদ্ধি দুটোই বাড়বে।
কর্কট রাশি:
শুক্রের এই রাশি পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য খুব ভাগ্যবান বলে প্রমাণিত হবে। আপনার আয় বাড়তে পারে। একাধিক উৎস থেকে টাকা আসবে আপনার কাছে। এই রাশির জাতকদের ব্যবসা বাড়বে। আপনার যে কোনও পরিকল্পনা সফল হবে।
তুলা রাশি:
শুক্রের এই গমন তুলা রাশির জাতক-জাতিকাকে সবচেয়ে বেশি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। এই লোকেদের প্রচুর সম্পদ বাড়বে, সমৃদ্ধি বাড়তে পারে। আপনি খুব সুখী এবং হালকা অনুভব করবেন। সমস্ত সমস্যা এবং মানসিক চাপ দূর হবে।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জন্যও শুক্রের এই যাত্রা শুভ হবে। এই রাশির জাতকরাও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হাতে টাকা আসবে। খরচ কম হবে। অমীমাংসিত কাজ এখন মিটতে শুরু করবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি